নিজস্ব প্রতিবেদন : ​মৃত্যুর পর ইচ্ছাকৃতভাবে দেরি করা হয়েছে সুশান্তের ময়নাতদন্তে। সুশান্তের শরীরে যাতে বিষ খুঁজে না পাওয়া যায়, তার জন্যই ইচ্ছাকৃতভাবে ময়নাতদন্ত দেরিতে করা হয়েছে। অভিযুক্তরা যাতে পার পেয়ে যায়, তার জন্যই ইচ্ছাকৃতভাবে দেরি করা হয়েছে বলে অভিযোগ করলেন সুব্রহ্মাণ্যম সামি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : কখনও মহেশ ভাট কখনও মুকেশ ভাটের সঙ্গে, ভাইরাল রিয়া চক্রবর্তীর একাধিক ভিডিয়ো


সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে ফের নিজের ট্যুইটার হ্যান্ডেলে নতুন করে ট্যুইট করেন বিজেপি নেতা। সেখানেই সুশান্তের মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি করতে দেখা যায় সামিকে।


আরও পড়ুন : মৃত্যুর কয়েক ঘণ্টা আগে কেন সুশান্তের সঙ্গে দেখা করেন 'দুবাইয়ের মাদক ব্যবসায়ী'? প্রশ্ন সামির


দেখুন কী বললেন সুব্রহ্মাণ্যম সামি...


 



সম্প্রতি বিজেপির এই হাই প্রোফাইল নেতা দাবি রেন, ১৪ জুন অর্থাত সুশান্তের মৃত্যুর দিন সকালে নাকি তাঁর সঙ্গে দেখা করেন আয়াশ খান নামে এক মাদক ব্যবসায়ী। দুবাইয়ের ওই মাদক ব্যবসায়ী কেন সুশান্তের সঙ্গে ১৪ জুন দেখা করেন, তা নিয়ে জোরদার প্রশ্ন তোলেন সামি। বিজেপি নেতার ওই দাবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায়। তবে বিষয়টি নিয়ে সুশান্তের পারিবারিক আইনজীবী বিকাশ সিংয়ের তরফে কোনও মন্তব্য করা হয়নি।