সুশান্তকে শ্রদ্ধা, নিউজিল্যান্ডের সিনেমাহলে মুক্তি পেল শেষ ছবি `দিল বেচারা`
সুশান্তকে শ্রদ্ধা জানাতে ৬০ সেকেন্ড নিরাবতা পালন করেন নিউজিল্যান্ডের দর্শকরা...
নিজস্ব প্রতিবেদন : করোনার প্রকোপে সুশান্তের শেষ ছবি 'দিল বেচারা' এদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। 'দিল বেচারা' বড়পর্দায় না দেখতে পাওয়ার আক্ষেপ সুশান্ত ভক্তদের মধ্যে তাই রয়েই গিয়েছে। তবে সুশান্তের শেষ ছবি হলে বসে দেখার সুযোগ পেলেন নিউজিল্যান্ডের দর্শকরা। অভিনেতাকে সম্মান জানাতে নিউজিল্যান্ডের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হল 'দিল বেচারা'। নিউজিল্যান্ডই বিশ্বের প্রথম দেশ যেখানে 'দিল বেচারা' হলে মুক্তি পেল।
অকল্যান্ডের হোয়েটস সিনেমা হলে 'দিল বেচারা'র প্রদর্শনের আয়োজন করে 'রেডিও তারানা' নামে নিউজিল্যান্ডের এক জনপ্রিয় হিন্দি রেডিও চ্যানেল। 'দিল বেচারা'র প্রদর্শন শুরু হওয়ার আগে তারানার প্রধান জিলেশ দেশাই বলেন, ''আপনারা যখন এই সিনেমা দেখতে বাড়ির বাইরে বেরিয়েছেন। তখন অবশ্যই এই ছবিটা আপনাদের সবার জন্য ভীষণ স্পেশ্যাল, খুব কম দেশেই সিনেমাহলে এই ছবিটি দেখা যাচ্ছে। আপনারা অনুগ্রহ করে যদি সুশান্তকে শ্রদ্ধা জানাতে ৬০ সেকেন্ড নিরাবতা পালন করেন...'' তাঁর কথা মত দর্শকরা উঠে দাঁড়িয়ে নিরাবতা পালন করেন। সিনেমার শুরুতেই পর্দায় ভেসে ওঠে সুশান্ত সিং রাজপুতের জন্য প্রথম বিশ্ব শ্রদ্ধাঞ্জলি।
আরও পড়ুন-সুশান্তের ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সিকে দেওয়া ৬২লক্ষের মধ্যে ২২লক্ষ পায় রিয়া
আরও পড়ুন-সুশান্ত নয়, ফ্ল্যাটের EMI নিজেই দিতে, প্রমাণ হিসাবে অ্যাকাউন্ট ডিটেলস প্রকাশ অঙ্কিতার, তাঁর পাশে দাড়ালেন সুশান্তের দিদি
প্রসঙ্গত, নিউজিল্যান্ডই প্রথম দেশ, যেটি করোনা কবল থেকে পুরোপুরি মুক্ত বলে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই নিউজিল্যান্ডের বাসিন্দারা স্বাভাবিক জীবনের ছন্দে ফিরে গিয়েছেন। আর তাই সেখানে বিনা দ্বিধায় মুক্তি পেল সুশান্তের শেষ ছবি 'দিল বেচারা'