দরজার দিকেই নজর একভাবে, সুশান্তের জন্য এখনও অপেক্ষা করছে প্রিয় পোষ্য ফাজ
ভিডিয়ো শেয়ার করেন সুশান্তের ভাগ্নি
নিজস্ব প্রতিবেদন : সুশান্ত যে আর আসবেন না, তা অনুভব করলেও যেন বুঝতে চাইছে না ফাজ। তাই তো, দরজা খুললেই অধীর আগ্রহে সেদিকে তাকিয়ে থাকছে সুশান্তের প্রিয় পোষ্য। দরজার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকছে সে। এবার এমনই জানালেন সুশান্তের ভাগ্নি মল্লিকা।
আরও পড়ুন : সুশান্তের সঙ্গে কতবার কথা বলেন! প্রকাশ্যে রিয়ার ১ বছরের কল রেকর্ড
সুশান্তের ভাগ্নি জানান, দরজা খোলার আওয়াজ কানে এলেই সেদিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকছে প্রয়াত অভিনেতার প্রিয় পোষ্য ফাজ। সুশান্ত যদি একবার তার কাছে ফিরে আসেন, সেই আশাতেই দরজার দিকে তাকিয়ে থাকছে ফাজ।
দেখুন...
১৪ জুন সুশান্তের মৃত্যুর পর পাটনায় ফিরে যায় তাঁর পরিবার। পাটনায় ফিরে গঙ্গায় ছেলের অস্থি বিসর্জনের পর ফাজকে নিজের কাছে নিয়ে যান সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং। আপাতত সুশান্তের বাবার আদরেই আপাতত ফাজ রয়েছে বলে জানান অভিনেতার প্রিয় শ্বেতা দিদি।
আরও পড়ুন : মুম্বই পুলিসের ডিসিপি অভিষেক ত্রিমুখির সঙ্গে ৫বার কথা রিয়ার! প্রকাশ্যে রিপোর্ট
এদিকে সুশান্তের মৃত্যুর তদন্তে এবার মাঠে নেমে পড়েছে সিবিআই। রিয়া চক্রবর্তী, ইন্দ্রজিত চক্রবর্তী,সন্ধ্যা চক্রবর্তী, ম্যানেজার শ্রুতি মোদী, সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং আরও একজন অচেনা ব্যাক্তির বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
আরও পড়ুন : সুশান্তের মৃত্যুর পরই অভিনেতার ডায়রির বেশ কিছু পাতা ছিঁড়ে ফেলা হয়?
অন্যদিকে সুশান্তের টাকাপয়সা হড়প করার জন্য রিয়া তাঁকে মানসিক রোগীতে পরিণত করে। ক্রমাগত মাত্রাতিরিক্ত ওষুধ খাইয়ে সুশান্তকে মানসিক রোগীতে পরিণত করেন রিয়াই। শীর্ষ আদালেতর কাছে অ্যাভিডেভিটে শুক্রবার এমনই জানানো হয় বিহার সরকারের তরফে।