১৩ জুন সুশান্তের বাড়িতে ৫-৬ এসেছিলেন, বিস্ফোরক দাবি সুশান্তের বন্ধু গণেশ হিবরকরের
গণেশের দাবি, দিশা সালিয়ানের মৃত্যুর বিষয় সুশান্ত সবই জানতেন এবং তিনি সাংবাদিক সম্মেলন ডেকে সবকিছু প্রকাশ্যে আনতে চেয়েছিলেন।
নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয় গত ১৪ জুন। তাঁর ঠিক ১ দিন আগে ১৩ জুন, সুশান্তের বাড়িতে ৫-৬জন ব্যক্তি এসেছিলেন। এমনই দাবি করেছেন অভিনেতার বন্ধু গণেশ হিবরকর। এখানেই শেষ নয়, গণেশের দাবি, দিশা সালিয়ানের মৃত্যুর বিষয় সুশান্ত সবই জানতেন এবং তিনি সাংবাদিক সম্মেলন ডেকে সবকিছু প্রকাশ্যে আনতে চেয়েছিলেন।
সম্প্রতি, এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সুশান্তের বন্ধু গণেশ হিবরকর বলেন, ''২০১৯-এর সেপ্টেম্বরে আমি সুশান্তের সঙ্গে কথা বলি। তখন ছিছোড়ে মুক্তি পেয়েছিল। তখন ও দিব্যি ছিল, অবসাদের লেশমাত্র ছিল না। সুশান্তের টিমের অনেকের সঙ্গেই আমি কথা বলেছি, তাঁরাও আমায় বলেছেন সুশান্ত অবসাদগ্রস্ত ছিলেন না।''
আরও পড়ুন-সুশান্তের সই জাল করে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা সরাতেন রিয়া! উঠে এল তথ্য
গণেশ হিবরকরের কথায়, ''১৩ জুন সুশান্তের বাড়িতে ৫-৬জন ব্যক্তি গিয়েছিলেন। সন্দীপ সিংয়ের সঙ্গে কাজ করতেন এমন একজন ব্যক্তিই আমায় একথা বলেছেন। ওই ব্যক্তিকে আবার এই কথাগুলো সন্দীপ নিজেই জানিয়েছিলেন। সুশান্তের মৃত্যুর সঙ্গে দিশা সালিয়ানের মৃত্যুর সম্পর্ক রয়েছে। সুশান্ত সাংবাদিক সম্মেলন করে সবকিছু প্রকাশ্যে আনতে চেয়েছিল। আর সাংবাদিক সম্মেলন করার পরিকল্পনা সুশান্ত সন্দীপকে বলে দেন। আর এরপরেই সন্দীপ ওদের সুশান্তের পরিকল্পনা জানিয়ে দেন।''
এদিকে সুশান্তের প্রাক্তন কর্মী অঙ্কিত আচার্য সম্প্রতি দাবি করেন, ''সুশান্ত অন্যকে অবসাদ থেকে বের করে আনার চেষ্টা করতেন, তাহলে তিনি কীভাবে নিজে আত্মহত্যা করবেন? সুশান্তের গলায় যে দাগ ছিল সেটা ওর কুকুর ফাজের বেল্টের বলে মনে হয়। আমি সেটা ছবিতে লক্ষ্য করেছি। কারণ, অমি যখন সুশান্তের সঙ্গে ছিলাম, তখন ফাজকে বেড়াতে নিয়ে যেতাম। ফাজের বেল্টও ধুয়েছি বহুবার।''