ইনি যেন অবিকল সুশান্ত! ভাইরাল প্রয়াত অভিনেতার `হামসকলের` ছবি
একের পর এক ভিডিয়ো ভাইরাল হয়
নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর পরই ভাইরাল হয় তাঁর মতো দেখতে এক ব্যক্তির ছবি। সচিন তিওয়ারি নামে ওই ব্যক্তির ছবি প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন : সুশান্তের মৃত্যুর তদন্তে নয়া মোড়! পুলিসি জিজ্ঞাসাবাদে বনশালির বয়ান নিয়ে শোরগোল
সুশান্তের 'হামসকল' ওই ব্যক্তির ছবি ভাইরাল হতেই, প্রয়াত অভিনেতার ভক্তরা আবেগে ভেসে যান। তবে সচিন তিওয়ারি যতই সুশান্তের হামসকল হন না কেন, তিনি কোনওভাবেই এসএসআর-এর জায়গা দখল করতে পারবেন না। সুশান্ত তাঁদের ভালবাসার মানুষ ছিলেন, সচিন তিওয়ারিকে অনেকটাই এসএসআর-মতো দেখতে হলেও, অমিল রয়েই গিয়েছে বলে মন্তব্য করতে শুরু করেন ভক্তরা।
দেখুন ভিডিয়ো...
এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে একের পর এক বন্ধু ও ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করছে পুলিস। সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখন্ডে থেকে বিশেষ বান্ধবী রিয়া চক্রবর্তীও রয়েছেন সেই তালিকায়।