নিজস্ব প্রতিবেদন : সঞ্জনা সঙ্ঘীর সঙ্গে 'দিল বেচারা'র শ্যুটিংয়ের সময় সুশান্তের বিরুদ্ধে আনা #MeToo অভিযোগ সুশান্তকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। সঞ্জনা কেন ১,দেড়মাস ধরে কিছু বলছিলেন না? সম্প্রতি, সাক্ষাৎকারে এমনটাই প্রশ্ন তুলেছেন রিয়া চক্রবর্তী। রিয়ার কথায়, সঞ্জনা কেন এতদিন পর মুখ খুলেছিলেন সেবিষয়টিও খতিয়ে দেখা উচিত? রিয়ার এমন অভিযোগ নিয়ে এবার গর্জে উঠলেন অভিনেত্রী সঞ্জনা সঙ্ঘী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রিয়ার মন্তব্য নিয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যমে সঞ্জনা সঙ্ঘী বলেন, ''একজন মহিলা হিসাবে যা বলার তার থেকেও আমি বেশি বলেছি। আমার মনে হয়, কমপক্ষে ২৫টি সাক্ষাৎকারে এটা নিয়ে যথেষ্ট বলেছি। আর নতুন করে কিছু এনিয়ে বলতে হবে না। এই মুহূর্তে আমার পক্ষে এটাকে নিয়ে বিনোদনে অংশ নেওয়া সম্ভব নয়।''  


প্রসঙ্গত, রিয়ার অভিযোগ ছিল ''সঞ্জনা আমেরিকা কেন পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন গুগল তো রয়েছে। যে কোনও অভিনেতা-অভিনেত্রীরাই চেক করেন তাঁদের বিরুদ্ধে কী বের হচ্ছে! তাহলে সঞ্জনা কি এই খবরটা জানতে পারেনি?'' সুশান্তের বিরুদ্ধে #MeToo অভিযোগ প্রসঙ্গে রোহিনী আইয়ার-এর নামও টেনে এনেছেন রিয়া চক্রবর্তী। রিয়ার কথায়, সুশান্তের মনে হয়েছিল এই খেলায় রোহিনীর হাত থাকতে পারে। যদিও সুশান্তের মৃত্যুর পর রোহিনী আইয়ার অভিনেতাকে তাঁর ভালো বন্ধু বলেই দাবি করেছিলেন।


আরও পড়ুন-SSR -এর কর্মীদের নিয়ে রমরমিয়ে মাদক ব্যবসা চালিয়েছেন রিয়া! প্রকাশ্যে হোয়াটসঅ্যাপ



আরও পড়ুন-বিনা পয়সায় নয়, রিয়াকে আইনি সাহায্যের জন্য টাকা নিচ্ছি, সাফ জানালেন সতীশ মানশিন্ডে


এর আগে সুশান্তের বিরুদ্ধে তাঁর নাম জড়িয়ে #MeToo অভিযোগ প্রসঙ্গে সঞ্জনা বলেছিলেন, ''ওই ঘটনার পর সবাই ভেবেছিলেন যে একমাত্র সুশান্তই সমস্যায় পড়েছিলেন। তবে শুধু সুশান্তই নন, জেনে রাখুন আমিও সমস্যায় পড়েছিলাম। আমি জানতাম ও আমায় কী বোঝাতে চেয়েছে, আর আমি ওকে কী বলতে চেয়েছিলাম, সেটা ওটা জানত। শুধু আমরাই জানি সত্যিটা কী। আমরা যখন শ্যুটিং করছিলাম তখন এরকম বেশ কিছু কুরুচিকর খবর প্রকাশ্যে আসে। সুশান্ত আমায় বলেছিলেন এসবে কান না দিতে। বিশ্বাস করুন, যাঁরা এরকম কুরুচিপূর্ণ খবর লেখেন তাঁদের আমি কোনও সম্মান করি না। অনেকেই চেষ্টা করেছিল আমার আর সুশান্তের বন্ধুত্বে চিড় ধরাতে। কিন্তু আমাদের বন্ধুত্বে এর কোনও প্রভাব পড়েনি।  সেসময় সুশান্ত আমাকে বলেছিলেন, যখন এত সমস্যা তখন আমাদের যে কথাগুলো হয়েছে সেই চ্যাট সবার সামনে তুলে ধরি? আমি বলেছিলাম হ্যাঁ করো। কিন্তু তারপরও একদল লোক ওকে ভুল বুঝেছিল।''



আরও পড়ুন-ক্যানসার কেড়ে নিল জীবন, প্রয়াত 'ব্ল্যাক প্যান্থার' খ্যাত চ্যাডউইক বোসম্যান


প্রসঙ্গত, ২০১৮র ২৩ অক্টোবরই সঞ্জনা নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, ''আমি আমেরিকা থেকে ফিরেই দেখছি অনেক ভুলভাল খবর রটে গিয়েছে। যেটা খুবই দুর্ভাগ্যজনক। বলা হচ্ছে কিজি অউর ম্যানি (দিল বেচার-র আগের নাম) সেটে আমার সঙ্গে অশ্লীল আচরণ করা হয়েছে, যদিও এমনটা কিছুই ঘটেনি। এধরেন ভুল প্রচার বন্ধ হোক। ''