শেষকৃত্য সম্পন্ন, পঞ্চভূতে বিলীন হলেন সুশান্ত
মুম্বইয়ের ভিলে পার্লের পবন হংস শশ্মানে অভিনেতার বাবা ছেলের শেষকৃত্যের রীতি পালন করেছেন বলে জানা যাচ্ছে।
নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের শেষকৃত্য সম্পন্ন হল। পঞ্চভূতে বিলীন হলেন সুশান্ত। মুম্বইয়ের ভিলে পার্লের পবন হংস শশ্মানে অভিনেতার বাবা ছেলের শেষকৃত্যের রীতি পালন করেছেন বলে জানা যাচ্ছে।
সোমবার সুশান্ত সিং রাজপুতকে বিদায় জানাতে ভিলে পার্লে শশ্মানে উপস্থিত ছিলেন তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও। ছেলের মুখাগ্নি ও অন্যান্য রীতি পালন করেন সুশান্তের বাবা। রীতি পালনের সময় তাঁর বাবাকে ভীষণ চুপচাপ ও উদাস দেখাচ্ছিল বলে সুশান্তের ঘনিষ্ঠরা জানিয়েছেন। এদিন সুশান্তকে শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন তাঁর বি-টাউনের ঘনিষ্ঠ বন্ধুরা। ছিলেন শ্রদ্ধা কাপুর, বিবেক ওবেরয়, পূজা চোপড়া, কৃতি শ্যানন, রিয়া চক্রবর্তী, অভিষেক কাপুর, প্রজ্ঞা কাপুর, মুকেশ ছাবরা সহ আরও অনেকেই। শেষবার প্রিয় অভিনেতাকে দেখার জন্য শশ্মানের সামনে ভিড় জমিয়েছিলেন অগণিত মানুষ।
আরও পড়ুন-সুশান্তের মৃত্যুতে ভেঙে পড়েছেন অঙ্কিতা! অভিনেত্রীর শেষ পোস্ট ভাইরাল
এদিকে সুশান্তের মৃত্যুর ঘটনায় রিয়া চক্রবর্তী, বাড়ি শেফ, তাঁর অন্যান্য বন্ধুদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস।
আরও পড়ুন-সুশান্ত শেষ ফোন করেছিলেন অভিনেতা বন্ধু মহেশ শেঠিকে, কী বললেন তিনি?