নিজস্ব প্রতিবেদন :  মাদককাণ্ডে ধৃত সুশান্ত সিং রাজপুতের রাঁধুনি দীপেশ সাওয়ান্তকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত NCB হেফাজতের নির্দেশ দিল আদালত। রবিবার সকালে দীপেশকে মেডিক্যাল পরীক্ষার পর তাঁকে আদালতে পেশ করে NCB। মুম্বইয়ের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দীপেশকে ৩ দিনের NCB হেফাজতের নির্দেশ দেন। শনিবার রাতে দীপেশ সাওয়ান্তকে গ্রেফতার করা হয়েছিল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আদালত দীপেশকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত NCB হেফাজতের নির্দেশ দিলেও এদিন দীপেশের আইনজীবী কিছু অন্য দাবিই করেছেন। দীপেশ সাওয়ান্তের আইনজীবীর দাবি, ''দীপেশকে ৪ সেপ্টেম্বর থেকে নিজেদের হেফাজতে রেখেছে NCB। অথচ ওর পরিবারকে জানানো পর্যন্ত হয়নি। ২৪ ঘণ্টা পার হলে গেলেও দীপেশকে আদালতে পেশ করা হয়নি। এই বিষয়টি আমাদের তরফে ইতিমধ্যেই আদালতকে জানানো হয়েছে। আদালত NCB-র কাছ থেকে জবাবও চেয়েছে।''


আরও পড়ুন-NCB অফিসে পৌঁছলেন রিয়া চক্রবর্তী, মোতায়েন পুলিস, ঘিরে ধরল ক্যামেরা




আরও পড়ুন-''অভিনন্দন ভারত... বিচারের জন্য সবই ন্যায়সঙ্গত'', সৌভিক গ্রেফতারে মন্তব্য বাবা ইন্দ্রজিত চক্রবর্তীর



আরও পড়ুন-''ভালোবাসা অপরাধ হলে সুশান্তকে ভালোবেসে গ্রেফতার হতে প্রস্তুত রিয়া'': সতীশ মানশিন্ডে



প্রসঙ্গত, মাদককাণ্ডে সৌভিক চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডার পর গ্রেফতার করা হয় দীপেশ সাওয়ান্তকে। NCB বিবৃতিতে জানিয়েছে, ''মাদককাণ্ডে এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৩জন সৌভিক, জায়েদ ও মিরান্ডা NCB-র হেফাজতে রয়েছে। ৫সেপ্টেম্বর, ২০২০ দীপেশ সাওয়ান্তকে গ্রেফতার করা হল। শুক্রবার রাত ১০টায় দীপেশকে তদন্তের জন্য ডেকে আনা হয়েছিল। দীপেশ যা বলেছেন তার সঙ্গে সৌমিক, মিরান্ডা, জায়েদ, কাইজান, কারোর বক্তব্যই মিলছে না। দীপেশের বয়ান u/s 67 NDPS আইনে রেকর্ড করা হয়েছে। NDPS আইনের আওতায় যথেষ্ট প্রমাণের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে দীপেশকে। তবে এই মামলার তদন্ত এখনও চলছে।''