নিজস্ব প্রতিবেদন : AIIMS চিকিৎসকদের কাছে সুশান্তের দেহ নেই, তাহলে তাঁরা কীভাবে বলতে পারেন এটা খুন নাকি আত্মহত্যা? ময়নাতদন্তের রিপোর্ট AIIMS-এর খতিয়ে দেখার বিষয়টি কিছু পুলিস আধিকারিক ভুল ব্যাখ্যা করছেন। এমনটাই দাবি করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি জানা যায়, সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখবে AIIMS-এর ৫ সদস্যের মেডিক্যাল টিম। এখবর প্রকাশ্যে আসার পরই কিছু পুলিস আধিকারিক মন্তব্য করেন, AIIMS-এর রিপোর্টই বলে দেবে সুশান্তের মৃত্যু খুন নাকি আত্মহত্যা? এবার সেবিষয়টি ব্যাখ্যা করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তিনি টুইটে স্পষ্ট করেন, ''কিছু পুলিস আধিকারিক সংবাদমাধ্যমকে বলেছেন AIIMS -এর ময়নাতদন্তে রিপোর্টই বলে দেবে সুশান্ত খুন হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন। কীভাবে এটা সম্ভব? সুনন্দার (সুনন্দা পুষ্কর) দেহ যেমন ছিল না, তেমনই সুশান্তের দেহও নেই। শুধুমাত্র কুপার হাসপাতালের চিকিৎসকরা কী করেছেন, আর কী করেননি, সেটাই শুধুমাত্র AIIMS-এর চিকিৎসকদের পক্ষে বলা সম্ভব।'' 


আরও পড়ুন-সন্ধে ৭টায় বড় সত্যি প্রকাশ্যে আসছে সুশান্তের মৃত্যু নিয়ে! কী বলবেন অভিনেতার দিদিরা!



প্রসঙ্গত, এর আগে AIIMS-ফরেন্সিক বিভাগের প্রধান সুধীর গুপ্তা বলেন, ''সুশান্তের মৃত্যুতে হত্যার সম্ভবনা রয়েছে কিনা তা আমরা খতিয়ে দেখব।যতভাবে সম্ভব সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখা হবে। সুশান্তের সংরক্ষিত ভিসেরা পরীক্ষা করা হবে। সুশান্তকে মানসিক অবসাদের ওষুধ দেওয়া হত কিনা সেটাও খতিয়ে দেখা হবে।''


আরও পড়ুন-''আমার ভাইকে হারিয়েছি, প্রতিদিন হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে,'' আবেগঘন সুশান্তের দিদি