নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় আর্থিক তছরুপের মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ED-র তরফে স্বতঃপ্রণোদিত হয়েই এই মামলা দায়ের করা হয়েছে বলে খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

PTI সূত্রে খবর, বৃহস্পতিবারই, বিহার পুলিসের কাছে সুশান্ত সিং রাজপুতের বাবার FIR কপি চেয়ে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যেখানে রিয়া চক্রবর্তী সহ আরও ৫ জনের বিরুদ্ধে সুশান্তের অ্যাকউন্ট থেকে টাকা সরানোর অভিযোগ করেছিলেন কে কে কে সিং রাজপুত। এরপরই আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে (Prevention of Money Laundering Act) এই মামলা দায়ের করল ED। সুশান্তের অ্যাকাউন্ট থেকে টাকা নয়ছয়ে যে অভিযোগ উঠেছে রিয়া সহ ৫ জনের বিরুদ্ধে, সেটিই এবার খতিয়ে দেখবে ED। আগামী সপ্তাহেই রিয়া চক্রবর্তী সহ অন্যান্যদের অর্থাৎ যাঁদের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে, তাঁদেরকে EDর তরফে ডেকে পাঠানো হতে পারে বলে খবর।


আরও পড়ুন-রিয়ার বিরুদ্ধে বিহার পুলিসকে গুরুত্বপূর্ণ তথ্য জানালেন সুশান্তের বন্ধু মহেশ শেঠি


প্রসঙ্গত, গত মঙ্গলবার সুশান্তের বাবা কে কে সিং রাজপুত পাটনার রাজীব নগর থানায়, ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩৪২, ৩৮০, ৩০৬, ৪০৬ ও ৪২০ ধারায় রিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।