নিজস্ব প্রতিবেদন : ​যত দিন যাচ্ছে, তত জটিল হচ্ছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলা। সুশান্তের মৃত্যুর ৮৭ দিন পর গ্রেফতার করা হয় প্রয়াত অভিনেতার বিশেষ বান্ধবী রিয়া চক্রবর্তীকে। রিয়ার গ্রেফতারির পর থেকে এবার উঠে আসতে শুরু করেছে বলিউডের বিভিন্ন অভিনেতা, অভিনেত্রীর নাম। যে তালিকায় প্রথমেই রয়েছেন সারা আলি খান। সুশান্তের মৃত্যুর পর সারার নাম মাদক মামলায় জড়ানো পর এবার শ্রদ্ধা কাপুরকে নিয়েও জলঘোলা শুরু হয়েছে। সুশান্তের বাগান বাড়ির ম্যানেজার এবং সেখানকার নৌকা চালক সারার পাশাপাশি শ্রদ্ধা কাপুরের নাম নেওয়ার পর এবার শক্তি কাপুরের মেয়েও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর নজরে রয়েছেন বলে খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : যৌন হেনস্থার অভিযোগ, মুখ খুললেন অনুরাগ কাশ্যপের প্রথম স্ত্রী আরতি


সূত্রের খবর, চলতি সপ্তাহেই সারা আলি খান, শ্রদ্ধা কাপুরকে সমন পাঠানো হতে পারে। সারা এবং শ্রদ্ধার পাশাপাশি অভিনেত্রী রকুলপ্রীত সিং এবং ফ্যাশন ডিজাইনার সিমন খাম্বাট্টাকেও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে সমন পাঠানো হতে পারে বলে জানা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেননি সারা আলি খান বা শ্রদ্ধা কাপুররা।


আরও পড়ুন : পায়েল ঘোষের যৌন হেনস্থার অভিযোগ, বক্তব্য প্রকাশ করলেন অনুরাগের আইনজীবী


প্রসঙ্গত, কেদারনাথের শ্যুটিং এবং প্রমোশনে সময় সারা আলি খান অনেকবার সুশান্তের লোনাভলার বাগান বাড়িতে হাজির হয়েছেন বলে জানান প্রয়াত অভিনেতার ম্যানেজার। এমনকী, ছিঁছোড়ে-র ফ্রমোশনের সময় শ্রদ্ধা কাপুরকে লোনাভলায় নিয়ে গিয়েছেন বলে দাবি করেন সুশান্তের নিয়োগ করা নৌকা চালক। তিনি বলেন, সারা আলি খান ৩-৪ বার সুশান্তের বাগান বাড়িতে হাজির হয়েছেন। শ্রদ্ধা কাপুরকে তিনি নৌকা করে নিয়ে গিয়েছেন সেখান ২-৩বার। তবে ২০১৯ সালের ফেব্রুয়রি মাসের পর থেকে সারা আলি খানকে আর কখনও সুশান্তের বাগান বাড়িতে হাজি হতে তিনি দেখেননি বলেও জানান ওই নৌকা চালক।