নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় CBI তদন্তের দাবি তুলেছেন অনেকেই। এবার এই মামালার তদন্ত প্রক্রিয়া নিয়ে এবার মুখ খুললেন অভিনেতার তুতো তথা বিজেপি বিধায়ক নীরজ কুমার সিং বাবলু। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিহারের ছাতাপুরের বিধায়ক তথা সুশান্তের তুতো ভাই নীরজ কুমার সিং বাবলু সম্প্রতি বিয়ন্ড বলিউডকে একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি বলেন, ''সুশান্তের মৃত্যুর তদন্ত প্রক্রিয়া নিয়ে এখনও কিছুই বোঝা যাচ্ছে না। আমাদের কাছেও ঠিকঠাক কোনও উত্তর নেই। শুধু আমি কেন, কেউই কিছু বুঝতে পারছে না। আমরা তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষা রয়েছি। ''


আরো পড়ুন-মহেশবাবুর সঙ্গে বিয়ের অদেখা ছবি শেয়ার করলেন নম্রতা শিরোদকর


সুশান্ত ও রিয়ার প্রেম, তাঁদের মধ্যে সমস্যার  বিষয় নিয়ে প্রশ্ন করা হলে নীরজ কুমার সিং বাবলু বলেন, ''আমি ঠিক বলতে পারবো না। সম্পর্কের শুরুতে তো সব ঠিক ছিল।'' সুশান্তের মানসিক সমস্যা ও তাঁর ৬ মাস ধরে চলা চিকিৎসা প্রসঙ্গে নীরজ কুমার সিং বলেন, ''ছোটখাটো শারীরিক সমস্যা তো সবারই থাকে। তবে ওর যদি কোনও মানসিক অবসাদে থেকে থাকত, তাহলে তার নিশ্চয় কোনও কারণও রয়েছে। পুলিসকে সেই কারণটা খুঁজে বের করতে হবে।''



আরও পড়ুন-রিয়ার টুইটে একাধিক ভুল! টুইটার অ্যাকাউন্ট কি হ্যাক হয়েছে? প্রশ্ন নেটিজেনদের


নীরজ কুমার সিং বাবুলের কথায়, ''সুশান্তের মৃত্যু আদৌ আত্মহত্যা নাকি এখানে অন্য কোনও ষড়যন্ত্র আছে, তা আমাদের কাছে স্পষ্ট নয়। বলা হচ্ছে, আগের দিন রাতে সুশান্তের সঙ্গে এক বন্ধু ছিল, সেই বন্ধুটি কে? কাকে কাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এটা খুন নাকি আত্মহত্যা এসবকিছুই এখনও স্পষ্ট নয়।


প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর, অভিনেতার তুতো ভাই তথা বিজেপি বিধায়ক নীরজ কুমার সিং বাবলু বলিউডের স্বজনপোষণের তত্ত্ব খারিজ করেছিলেন। তাঁর কথায়, স্বজনপোষণ মৃত্যুর আসল কারণ হতে পারে না। আসল ষড়যন্ত্র থেকে দৃষ্টি সরাতেই এই প্রসঙ্গ আনা হচ্ছে। সুশান্ত কেরিয়ার নিয়ে চাপে ছিল, ওর টাকা পয়সার সমস্যা হচ্ছেল এগুলোও ভুল তথ্য বলে মন্তব্য করেছিলেন নীরজ।