নিজস্ব প্রতিবেদন: ​সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর এক মাস পূর্ণ হল মঙ্গলবার। সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি করে যেমন দেশের মধ্যে সরব হচ্ছেন ভক্তরা, তেমনি বিদেশেও অব্যাহত সেই ধারা। অর্থাত সুশান্তের মৃত্যুর তদন্তভার যাতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হয়, সেই দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ করলেন মার্কিন মুলুকে বসবাসকারী সুশান্তের ভক্তরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : সুশান্তের মৃত্য়ুর এক মাস পূর্ণ, প্রিয় মানুষের স্মৃতিতে প্রথম পোস্ট অঙ্কিতার


সুশান্তের মৃত্যুর পর এক মাস পূর্ণ হওয়ার সময়কালে রাস্তায় নেমে প্রতিবাদ করেন প্রয়াত অভিনেতার ভক্তরা। সেখানে সুশান্তের স্মৃতিতে যেমন মোমবাতি জ্বালানো হয়, তেমনি প্রয়াত অভিনেতাকে স্মরণ করে, তাঁকে ভালবাসার হলুদ গোলাপ দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি সরকার যাতে সুশান্তের মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয়, সে বিষয়েও সরব হন তাঁরা।


আরও পড়ুন : 'তারারা স্বাগত জানাচ্ছে, সবচেয়ে শান্তির জায়গায় আছ', সুশান্তের মৃত্যুর পর মুখ খুললেন রিয়া


এদিকে সুশান্তের মৃত্যুর পর এক মাস পূর্ণ হতেই মুখ খোলেন প্রয়াত অভিনেতার বিশেষ বান্ধবী রিয়া চক্রবর্তী। সুশান্ত যেখানে রয়েছেন, সেখানে যেন শান্তিতে থাকেন, সেই প্রার্থনা করেন রিয়া। জেলেবি অভিনেত্রীর পাশাপাশি সুশান্তের মৃত্যুর পর মঙ্গলবার প্রথম স্টেটাস শেয়ার করেন প্রয়াত অভিনেতার প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখন্ডে। যে পোস্ট দেখে আবেগে ভাসেন সুশান্তের ভক্তরা। এই কঠিন সময়ে অঙ্কিতা যাতে মন শক্ত করে নিজেকে সামাল দেন, সেই আশা প্রকাশ করেন নেট নাগরিকরা।


অন্যদিকে সুশান্তের মৃত্যুর এক মাস পূর্ণ হতেই আবেগপ্রবণ হয়ে পড়েন দিল বেচারার পরিচালক মহেশ ছাবড়া। সুশান্তের কাছ থেকে আর কোনওদিন তাঁর মোবাইলে ফোন আসবে না বলে ভারাক্রান্ত হয়ে পড়েন মহেশ। প্রসঙ্গত, কাস্টিং ডিরেক্টর মহেশ ছাবাড়ার প্রথম সিনেমা দিল বেচারা মুক্তির আগেই নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন সুশান্ত সিং রাজপুত।