নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় এবার করণ জোহরকে জিজ্ঞাসাবাদ করবে পুলিস। চলতি সপ্তাহেই করণ জোহরকে জিজ্ঞাসাবাদ করার জন্য মুম্বই পুলিস নোটিস পাঠিয়ে ডেকে নেবে বলে খবর। কবে নাগাদ ডাকা হবে বলিউডের এই প্রথম সারির পরিচালক, প্রযোজককে,  সে বিষয়ে জানা যায়নি কিছু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রিপোর্টে প্রকাশ, মঙ্গলবার করণের ধর্মা প্রোডাকশনের সিইও অপূর্ব মেহতাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিস। মঙ্গলবারই অপূর্ব তাঁর বয়ান রেকর্ড করবেন বলে খবর। প্রসঙ্গত ২০০৫ সালে থেকে করণের ধর্মা প্রোডাকশনের সঙ্গে জড়িত অপূর্ব মেহতা। এদিকে ধর্মা প্রোডাকশনের সিইও-র পাশাপাশি করণ জোহরের ম্যানেজারকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা যাচ্ছে।


আরও পড়ুন : চলল ৩ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ, সুশান্তের মৃত্যুর ঘটনায় পুলিসের সামনে মহেশ ভাট


সোমবার মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় হাজির হন চলচ্চিত্র পরিচালক মহেশ ভাট। সোমবার সকাল ১১.৩০ থেকে দুপুর ২টো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। সুশান্তের আত্মহত্যার ঘটনায় তদন্তকারী অফিসার এবং ডিসিপির সামনে বসিয়ে টানা ৩ ঘণ্টা ধে জিজ্ঞাসাবাদ করা হয় মহেশ ভাটকে। তবে মহেশ ভাটকে কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, তা জানা যায়নি কিছু।