নিজস্ব প্রতিবেদন : প্রায় ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর অবশেষে ইডির অফিস থেকে বেরিয়ে এলেন রিয়া চক্রবর্তী। ভাই সৌভিক চক্রবর্তীর সঙ্গেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিস থেকে বের হন রিয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেখুন...


 



সোমবার সকাল পৌনে এগারোটা নাগাদ মুম্বইয়ের ইডির অফিসে হাজির হন রিয়া চক্রবর্তী। রিয়ার পাশাপাশি তাঁর ভাই সৌভিক চক্রবর্তী এবং প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদীও হাজির হন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে।


আরও পড়ুন : তাঁর বিরুদ্ধে এফআইআরের জন্য দায়ি নীতিশ কুমার, বিহারের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ রিয়ার


এদিকে রিয়ার যখন জিজ্ঞাসাবাদ চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে, সেই সময় তাঁর হয়ে ফের শীর্ষ আদালতের কাছে আবেদন জানান আইনজীবী সতীশ মানশিন্ডে। সুশান্ত মামলায় মিডিয়া তাঁকে দোষী সাব্যস্ত করতে চাইছে বলে অভিযোগ করেন রিয়া। পাশাপাশি বিহারের মুক্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে অভিযোগ করা হয় অভিনেত্রীর তরফে।


সামনেই বিহারে নির্বাচন। ভোটের ফসল ঘরে তুলতেই রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআরে মদত দিয়েছেন নীতিশ কুমার। বিহরের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এভাবেই সোমবার শীর্ষ আদালতের কাছে অভিযোগ করেন রিয়া চক্রবর্তী।