নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক মামলায় চার্জশিট জমা করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। শুক্রবার, NDPS আদালতে NCB-র তরফে ১২ হাজার পাতার চার্জশিট জমা করা হয়। যাতে রিয়া চক্রবর্তী, সৌভিক চক্রবর্তী সহ মোট ৩৩ জনের নাম রয়েছে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা যাচ্ছে, চার্জশিটে ৩৩ জন অভিযুক্তের পাশাপাশি ২০০ জন প্রত্যক্ষদর্শীর বয়ান রয়েছে। চার্জশিটের ১২ হাজার পাতার হার্ডকপির সঙ্গে এদিন  ডিজিটাল ফরম্যাটে ৫০হাজার পাতা জমা করা হয়। গতবছর অগস্টে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক সংক্রান্ত বিষয়ে দুটি মামলা দায়ের করা হয়। এর আগে মাদক মামলায় রিয়া চক্রবর্তী ও সৌভিক চক্রবর্তীকে গ্রেফতার করেছিল NCB। যাঁরা এই মুহূর্তে জামিনে মুক্ত রয়েছেন। এখনও পর্যন্ত মাদক সংক্রান্ত মামলায় NCB রিয়া এবং সৌভিক ছাড়া মোট ৩৪ জনকে গ্রেফতার করেছে। যাঁর মধ্যে সুশান্তের বাড়ির কর্মীরাও রয়েছেন। 


প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসের ২ তারিখ সুশান্তের বন্ধু তথা সহকারী পরিচালক ঋষিকেশ পাওয়ারকে গ্রেফতার করে NCB। তারও আগে মাদক মামলায় দীপিকা পাড়ুকোন, রাকুল প্রীত সিং, করিশ্মা প্রকাশ, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর সহ একাধিক তারকাকে মাদক মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়।