নিজস্ব প্রতিবেদন : ​২০২০ সালের নভম্বর মাসে সাতপাকে বাঁধা পড়ার কথা ছিল সুশান্ত সিং রাজপুতের। নভেম্বরে মুম্বইতে হাজির হয়ে ছেলের বিয়ের তোড়জোড় শুরু করার কথা ছিল সিং পরিবারের। এমনই জানান সুশান্ত সিং রাজপুতের তুতো দাদা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : ব্য়ান্দ্রায় বিলাসবহুল ফ্ল্যাট, প্রতি মাসে ৪.৫১ লক্ষ করে ভাড়া দিতেন সুশান্ত


এক সংবাদমাধ্যমের সাক্ষাতকারে সুসান্ত সিং রাজপুতের দাদা বলেন, চলতি বছরের নভেম্বর মাসেই সুশান্ত সিংয়ের বিয়ে করার কথা ছিল। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। তবে কার সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ছিল সুশান্তের, সে বিষয়ে কিছু জানাননি অভিনেতার দাদা।


আরও পড়ুন : 'সুশান্ত আত্মহত্যা করেননি, খুন করা হয়েছে', সিবিআই তদন্তের দাবি প্রয়াত অভিনেতার মামার


প্রসঙ্গত, বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে সুশান্ত সিং রাজপুত লিভ ইন করছেন বলে বেশ কিছুদিন ধরে খবর ছড়ায়। এমনকী রিয়ার সঙ্গে সুশান্ত ইউরোপে বেড়াতেও যান। সেই ছবি সংবাদমাধ্যমের হাতে আসে। তবে রিয়া এবং সুশান্ত একে অপরের ভাল বন্ধু বলে বার বার দাবি করেন বলিউডের বাঙালি অভিনেত্রী।