নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে গোটা বলিউড জুড়ে। সুশান্ত কেন আত্মহত্যা করলেন, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। লকডাউনের মধ্যে সুশান্ত সিং রাজপুতের অর্থনৈতিক টানাপোড়েন চলছিল বলে বেশ কয়েকটি সূত্রে খবর প্রকাশ করা হয়। কিন্তু জুম টিভির খবর অনুযায়ী সামনে আসে অন্য তথ্য। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : 'সুশান্ত আত্মহত্যা করেননি, খুন করা হয়েছে', সিবিআই তদন্তের দাবি প্রয়াত অভিনেতার মামার


রিপোর্টে প্রকাশ, ২০১৯ সালের ডিসেম্বরে মুম্বইয়ের ব্যান্দ্রার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট ভাড়া নেন সুসান্ত সিং রাজপুত। ব্যান্দ্রার চার্টার রোডের ওই অ্যাপার্টমেন্টে প্রায় সাড়ে চার লক্ষ ভাড়া গুনতেন সুশান্ত প্রতি মাসে। শুধু তাই নয়, ওই ফ্ল্যাট ভাড়া নেওয়ার জন্য সুশান্ত প্রথমেই ১২ লক্ষ ৯০ হাজার নগদ জমা করেন বলে খবর। ২০২২ সাল পর্যন্ত ব্যান্দ্রার ওই অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট মালিকের সঙ্গে চুক্তি ছিল সুশান্ত সিং রাজপুতের। ৪ বেডরুমের ওই ফ্ল্যাটে যে বিলাসবহুল জীবনযাপন করতেন সুশান্ত সিং রাজপুত, তা বেশ স্পষ্ট। 


আরও পড়ুন : 'তোমার সঙ্গে যোগাযোগ না রেখে ভুল করেছি', সুশান্তের মৃত্যুতে ভেঙে পড়লেন করণ জোহর


ফলে কোনও আর্থিক টানাপোড়েন নয়, মানসিক অবসাদের জেরেই সুশান্ত সিং রাজপুত মাত্র ৩৪-এ আত্মহত্যা করেন বলে মনে করা হচ্ছে বিভিন্ন মহলের তরফে।