সুশান্তের সঙ্গে কী হয়েছিল, সত্যিটা জানার অধিকার রয়েছে পরিবারের: অনুপম খের
২ মিনিটের ভিডিয়ো শেয়ার করেন অনুপম খের
নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কী হয়েছিল, তা জানার অধিকার রয়েছে প্রয়াত অভিনেতার পরিবার এবং ভক্তদের। সুশান্তের মৃত্যুর পর এবার মুখ খুললেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের।
আরও পড়ুন : সুশান্তের মৃত্যু নিয়ে সার্কাস শুরু হয়েছে, মন্তব্য ইমরান হাসমির
সুশান্তের মৃত্যুর পর সম্প্রতি ২ মিনিটের একটি ভিডিয়ো শেয়ার করেন অনুপম খের। সেখানে তিনি বলেন, সুশান্তের মৃত্যুর পর থেকে এখনও পর্যন্ত যা চলছে, তা দেখে চোখ বন্ধ করে থাকা যায় না। সুশান্তের মৃত্যু নিয়ে বলতে গিয়ে কাউকে কটাক্ষ করতে হবে এমন নয়। তবে সুশান্ত একজন ভাল অভিনেতার সঙ্গে কারও সন্তান কারও ভাই। তাই সুশান্তের সঙ্গে কী হয়েছিল, তা জানার অধিকার প্রত্যেকের রয়েছে। সুশান্তের মৃত্যুর তদন্তে একটি যুক্তিগ্রাহ্য় কিনারায় পৌঁছতে হবে বলেও মন্তব্য করেন অনুপম খের।
আরও পড়ুন : সুশান্তকে কারও সঙ্গে কথা বলতে দিতেন না রিয়া, বিস্ফোরক অভিনেতার প্রাক্তন কর্মী
শুনুন কী বললেন অভিনেতা...
এদিকে সুশান্তের মৃত্যুর তদন্তভার যাতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হয়, সে বিষয়ে সুপারিশ জানানো হয় বিহার সরকারের তরফে। তবে সুশান্তের মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হবে কি না, তা নিয়ে কোনও মন্তব্য করেনি কেন্দ্রীয় সরকার।