সুশান্তের মৃত্যু নিয়ে সার্কাস শুরু হয়েছে, মন্তব্য ইমরান হাসমির

ইমরানের বক্তব্যের বিরোধিতা করেন সুশান্ত অনুগামীরা 

Edited By: জয়িতা বসু | Updated By: Aug 4, 2020, 05:07 PM IST
সুশান্তের মৃত্যু নিয়ে সার্কাস শুরু হয়েছে, মন্তব্য ইমরান হাসমির
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন : ​ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এবার মুখ খুললেন অভিনেতা ইমরান হাসমি। সুশান্তের মৃত্যুর পর তাঁর পরিবারকে সমবেদনা জানান অভিনেতা। পাশাপাশি বলেন, সুশান্তের মৃত্য়ু নিয়ে সামাজিক মাধ্যমে 'সার্কাস' শুরু হয়েছে। যা শুনে সুশান্তের অনুগামীরা রীতিমতো ক্ষুব্ধ হয়ে যান বলিউডের এই অভিনেতার বিরুদ্ধে।

আরও পড়ুন : 'বেবিস ডে আউট', সাধের পর শুভশ্রীর নতুন ছবি শেয়ার করলেন রাজ

এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার যাতে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়, সে বিষয়ে সুপারিশ করা হয়েছে বিহার সরকারের তরফে। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাতকারে  মঙ্গলবার এ বিষয়ে মুখ খোলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তবে সুশান্তের মৃত্যুর তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হবে কি না, তা নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন : ভিডিয়ো: 'বোকা বানিও না, এটা খুন', সুশান্ত-মৃত্যুর 'ভার্চুয়াল ময়নাতদন্তে' দাবি চিকিত্সকের

অন্যদিকে সুশান্তের মৃত্যুর তদন্ত প্রক্রিয়া যাতে বিহার থেকে মুম্বইতে সরিয়ে নিয়ে আসা হয়, সে বিষয়ে আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন রিয়া চক্রবর্তী। অন্যদিকে রিয়ার আবেদনের পরই শীর্ষ আদালতের কাছে এ বিষয়ে ক্যাভিয়েট দাখিল করেন সুশান্তের পরিবারের আইনজীবী।

.