নিজস্ব প্রতিবেদন : ​মা-কে ছাড়া কিছুতেই বাঁচতে চাইতেন না সুশান্ত। মাকে বড্ড ভালবাসতেন এসএসআর। মা চলে যাওয়ার পর থেকে তাই মানসিক অবসাদে সুশান্ত ভুগতে শুরু করেন বলে দাবি করেন রিয়া চক্রবর্তী। এসবের পাশাপাশি রিয়া আরও দাবি করেন, এসএসআর-এর মাও মানসিক অবসাদে ভুগছিলেন। মানসিক অবসাদে ভোগার জেরেই শেষ পর্যন্ত সুশান্তের মায়ের মৃত্যু হয় বলেও দাবি করেন জেলেবি অভিনেত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন রিয়া। সেখানেি তিনি দাবি করেন, সুশান্তের মাও নাকি মানসিক অবসাদে ভুগছিলেন। রিয়ার ওই দাবি প্রকাশ্যে আসতেই ফের একদফা জল্পনা শুরু হয়ে গিয়েছে।


আরও পড়ুন  : 'গার্লফ্রেন্ড' শুনেই ক্ষেপলেন, মহেশ ভাট তাঁর বাবার মতো : রিয়া


এদিকে রিয়ার সঙ্গে সুশান্তের পরিবারের সম্পর্ক ভাল ছিল না বলে দাবি করেন অভিনেত্রী। রিয়া বলেন, সুশান্তের দিদি প্রিয়াঙ্কা নাকি একবার মত্ত অবস্থায় তাঁর শ্লীলতাহানি করার চেষ্টা করেন। ওই ঘটনার পরদিনই বিষয়টি সুশান্তকে জানানো হলে ভাই-বোনের সম্পর্কের অবনতি হয়। পাশাপাশি প্রিয়ঙ্কা সিংয়ের ওই ব্যবহারের পর থেকেই সুশান্তের পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হয়ে যায় বলেও দাবি করেন রিয়া।