নিজস্ব প্রতিবেদন : কেরিয়ার যখন মধ্যগগনে ঠিক সেই সময়ে রেনেকে দত্তক নিয়ে সকলকে চমকে দিয়েছিলেন সুস্মিতা। মা হয়েছিলেন প্রাক্তন 'মিস ইউনিভার্স'। তখন তাঁর বয়স ছিল মাত্র ২৪। তারপর ধীরে ধীরে একা হাতেই মেয়ে রেনেকে বড় করে তুলেছেন সুস্মিতা। সেই রিনি এখন বছর ২১-এর। সম্প্রতি শর্টফিল্ম 'সুট্টাবাজি' ছবির হাত ধরে অভিনয় দুনিয়ায় পাও রেখে ফেলেছেন সুস্মিতা কন্যা। এক সাক্ষাৎকারে রেনে জানিয়েছেন তিনিও ভবিষ্যতে তাঁর মায়ের পথেই হাঁটতে চান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সাক্ষাৎকারে রেনে সেন বলেন, ''আমাকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা দেওয়া হয়েছে। আমাকে যদি জন্মদাত্রী মা কিংবা দত্তক মায়ের মধ্যে পার্থক্য করতে বলা হয়, আমি সেটা পারব না। কারণ আমি কখনও এর পার্থক্য বুঝতে পারিনি। দত্তক আমার কাছে শুধুই একটা শব্দ।''


আরও পড়ুন-স্ত্রীকে ছাড়া Himachal-এ একাকী আনমনা নিখিল



আরও পড়ুন-'তোমার হাসিটা আমার সবসময় মনে থাকবে', Sushantকে মনে করলেন Swastika


তাঁর জন্মদাত্রী মা-বাবা কে তিনি কি জানতে চান? এপ্রশ্নের উত্তরে রেনে সেন বলেন, ''আমার মনে হয়না এর কোনও প্রয়োজনীয়তা আছে। হতে পারে আমার জন্মদাত্রী মা-বাবা কোনও নির্দিষ্ট পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন। সে যাই হোক না কেন, আমার কাছে ওটা এখন ইতিহাস। এটাই আমার কাছে এখন পরিবার। আমি এখন যা হয়েছি তার সবকিছুই পরিবারের জন্য। নিজের মাথার উপর থেকে এই আশীর্বাদে কেন লাথি মারব। জন্মদাত্রী বাবা-মাকে খোঁজার কোনও অর্থই আমার কাছে নেই। তার মানে এই নয় যে যাঁরা জানতে চান তাঁদের প্রতি আমার অশ্রদ্ধা রয়েছে। যেটাতে যে আনন্দ পায়, সেটাই তার করা উচিত।''


 রেনে সেন স্পষ্ট জানান, ''আমিও আমার মায়ের পথে হেঁটে সন্তান দত্তক নিতে চাই।''