নিজস্ব প্রতিবেদন : ১০ নম্বর বন্ধুর সঙ্গে বেশ কিছুদিন আগেই সব সম্পর্ক ছেদ হয়েছে। এবার নতুন করে প্রেমে পড়লেন সুস্মিতা সেন। আর তাঁকে নিয়েই এবার শিল্পা শেঠির দীপাবলি পার্টিতে হাজির হলেন বঙ্গ-কন্যা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : আমস্টারডামের রাস্তায় এসব কী করছেন প্রিয়াঙ্কা, ভাইরাল ভিডিও
রোমান শল নামে সম্প্রতি এক মডেলের সঙ্গে পরিচয় হয় প্রাক্তন বিশ্ব সুন্দরীর। একটি ফ্যাশন শো-এ তাঁদের সঙ্গে আলাপ হয় সুস্মিতার। তারপর থেকেই শুরু হয় ঘনিষ্ঠতা। ওই অনুষ্ঠানের পর থেকে মাঝে মধ্যেই সুস্মিতার সঙ্গে রোমানকে দেখা যায়। সুস্মিতার বড় মেয়ে রিনির সঙ্গে গান গাইতেও দেখা যায় রোমানকে। আর এবার ফ্যাশন জগতের এই উঠতি মডেলের সঙ্গেই শিল্পা শেঠির দীপাবলি পার্টিতে হাজির হন সুস্মিতা।


আরও পড়ুন : ১০ নম্বর বন্ধুকে বিদায়, এবার ফের নতুন সম্পর্কে জড়ালেন সুস্মিতা সেন?
রোমানের সঙ্গে হাতে হাত ধরে সুস্মিতা যখন শিল্পা শেঠি কুন্দ্রার বাড়িতে হাজির হন, তখন ক্যামেরার ফ্ল্যাশ যেন ঝলসে উঠতে শুরু করে। এরপর পাপারাত্জির সামনে কখনও একা দাঁড়িয়ে পোজ দেন সুস্মিতা। আবার কখনও তাঁকে দেখা যায় রোমানের সঙ্গে।
দেখুন সেই ভিডিও...


 



এদিকে রমানের সঙ্গে যতই সুস্মিতাকে দেখা যাক না কেন, প্রাক্তন বিশ্ব সুন্দরীর সঙ্গে এই উঠতি মডেলের বয়সের পার্থক্য নিয়েও জোর গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন মহলে। শোনা যাচ্ছে, রোমান নাকি সুস্মিতার চেয়ে ১৫ বছরের ছোট। যদিও রোমানের ২৭ বছর বয়স নিয়ে সুস্মিতা কোনও মন্তব্য করেননি।
সম্প্রতি মুম্বই বিমানবন্দরে এক ব্যক্তির সঙ্গে দেখা যায় এই বাঙালি অভিনেত্রীকে। পাপারাত্জির সামনে হাসিমুখেই পোজ দিতে দেখা যায় সুস্মিতাকে। তখন থেকেই শুরু হয় গুঞ্জন। খবর পাওয়া যায়, ১০ নম্বর বন্ধুকে বিদায় জানিয়ে এবার নাকি ফের নতুন করে সম্পর্কে জড়িয়েছেন সুস্মিতা সেন। তবে মুম্বই বিমানবন্দরেও ওইদিন এ বিষয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি বঙ্গ-কন্যাকে।
দেখুন সেই ছবি..


 



সম্প্রতি রোমান শল নামে নতুন এই বন্ধুর সঙ্গে জিমেও দেখা যায় সুস্মিতাকে। যেখানে বন্ধুর সঙ্গে পাল্লা দিয়ে শারীরিক কসরত করতে দেখা যায় প্রাক্তন এই বিশ্ব সুন্দরীকে।