নিজস্ব প্রতিবেদন : সুস্মিতা সেন (Sushmita Sen) প্রকাশ্যে রেগে গিয়েছেন। এমনটা সচরাচর দেখা যায় না। তবে সম্প্রতি তাঁর মেয়ে রেনের  (Renee Sen) সঙ্গে যেটা ঘটেছে, তাতে বেজায় বিরক্ত সুস্মিতা। প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন সুস্মিতা (Sushmita)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঠিক কী ঘটেছে?


সোমবার রাতে সুস্মিতা (Sushmita) জানান, তাঁর মেয়ে রেনের (Renee) ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। ক্ষুব্ধ সুস্মিতা লিখেছেন, ''কিছু নির্বোধ আমার মেয়ে রেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করেছে। বলে রাখা প্রয়োজন, রেনে সবকিছু নতুনভাবে শুরু করতে একেবারে প্রস্তুত। তাই যারা এটা করেছেন তাঁদের জন্য মায়া লাগাছে।''  হ্যাশ ট্যাগে দিয়েছেন #solareclipse #randomchaos #newbeginnings। আর সব শেষে লিখেছেন, ভালোবাসা রইল বন্ধুরা।


আরও পড়ুন-Bollywood-এর গানে পাহাড়ের কোলে জমিয়ে নাচলেন Sandipta Sen



প্রসঙ্গত শর্ট ফিল্ম 'সাট্টাবাজি' ( Sattabazi)র হাত ধরে অভিনয় দুনিয়ায় পা রাখছেন সুস্মিতা কন্যা রেনে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির 'সুট্টাবাজি'র ট্রেলার। যেখানে সিনেমাপ্রেমীদের নজর কেড়েছেন রেনে। 


আরও পড়ুন-৪৫এ পা সুস্মিতার, মায়ের জন্মদিনে মুক্তি পেল মেয়ে রেনের প্রথম ছবি 'সুট্টাবাজি'র ট্রেলার


প্রসঙ্গত কেরিয়ার তখন মধ্যগগনে, মাত্র ২৪ বছর বয়সে (২০০০ সালে) রেনে-কে দত্তক নেন প্রাক্তন মিস ইউনির্ভাস, অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen)। তারও বেশ কয়েকবছর পর ২০১০এ আরও এক কন্যা সন্তান আলিশাকে দত্তক নেন সুস্মিতা। তারপর দুই সন্তান রেনে ও আলিশাই হয়ে ওঠে সুস্মিতার জীবনের সবকিছু।