কাঠখড় পুড়িয়ে দিল্লির হাসপাতালে অক্সিজেন পাঠালেন Sushmita, হলেন সমালোচিতও
মুম্বই থেকে দিল্লির হাসপাতালে অক্সিজেন পাঠালেন সুস্মিতা সেন (Sushmita Sen)।
নিজস্ব প্রতিবেদন: মরণাপন্ন করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন সিলিন্ডার জোগাড় করে দিল্লি পাঠালেন সুস্মিতা সেন (Sushmita Sen)। তবে নেটিজেনদের একাংশের খোঁচাও সইতে হল অভিনেত্রীকে। কারণ, মুম্বই থেকে দিল্লিতে অক্সিজেন পাঠাচ্ছেন। আর দেশের মধ্যে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা বেশি মহারাষ্ট্রেই।
অক্সিজেন না থাকায় ভেঙে পড়েছেন মুম্বইয়ের শান্তি মুকুন্দ হাসপাতালের সিইও সুনীল সাগ্গর। ওই ভিডিয়ো টুইট করে সুস্মিতা (Sushmita Sen) লিখেছেন, ''এই ঘটনা হৃদয়বিদারক। সব জায়গায় অক্সিজেনের সঙ্কট। আমি এই হাসপাতালের জন্য অক্সিজেন সিলিন্ডার জোগাড় করেছি। কিন্তু মুম্বই থেকে দিল্লিতে পাঠাতে পারছি না। আমাকে একটু সাহায্য করুন।''
তবে সুস্মিতার এই উদ্যোগ ভালো চোখে নেননি অনেকে। এক ভক্ত তো বলেই দিয়েছেন,''অক্সিজেন সঙ্কট সব জায়গায় হলে শুধুমাত্র দিল্লিতে পাঠাচ্ছেন কেন! মুম্বইয়েও তো হাসপাতাল রয়েছে।'' তার জবাবে বঙ্গ তনয়া টুইট করেন, ''মুম্বইয়ে এখনও অক্সিজেন সিলিন্ডার পরিমিত। তবে দিল্লিতে দরকার। বিশেষ করে এই ধরনের ছোট হাসপাতালগুলির প্রয়োজন। পারলে সাহায্য করুন।''
শেষপর্যন্ত অক্সিজেন সিলিন্ডার দিল্লিতে পৌঁছতে পেরেছেন সুস্মিতা সেন (Sushmita Sen)। টুইটারে তিনি লিখেছেন,''ওই হাসপাতালটি অক্সিজেনের ব্যবস্থা করতে পেরেছে। এতে অক্সিজেন পাঠাতে খানিকটা সময় পেলাম আমরা। সচেতনতা বাড়ানো ও সহযোগিতার জন্য আপনাদের ধন্যবাদ। এভাবেই ভালো মন রাখুন।'' আর একটি টুইটে সুস্মিতা জানান,''দারুণ সুখবর। টুইটার বন্ধুদের ধন্যবাদ। মুম্বই থেকে দিল্লির হাসপাতালে পৌঁছে গিয়ে অক্সিজেন সিলিন্ডার। আমি কৃতজ্ঞ।''
কোভিডের দ্বিতীয় ঢেউয়ে গোটা দেশে দেখা দিয়েছে অক্সিজেন সঙ্কট। ইতিমধ্যেই একাধিক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন- #wecan’tbreathe আন্দোলনে সামিল নুসরত, তোপ দাগলেন প্রধানমন্ত্রীকে