নিজস্ব প্রতিবেদন:  বিয়ে করলেন সুস্মিতা সেনের ভাই রাজীব সেন। তবে সাতপাক নয়, কোর্ট ম্যারেজের মাধ্যমেই বিয়েটা সেরেছেন রাজীব। পাত্রী হলেন টিভি অভিনেত্রী চারু আসোপা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা যাচ্ছে, সুস্মিতার ভাই রাজীব ও চারু বিয়েটা করেছেন গত ৭ জুন। রাজীব ও চারু দুজনেই সোশ্যাল মিডিয়ায় দুজনেই  সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করেছেন। যেখানে রাজীবকে দেখা যাচ্ছে সাদা পাজামা-পাঞ্জাবিতে। আর চারুর পরনে লাল শাড়ি। দুজনের গলাতেই গাঁদা ফুলের মালা। ছবি শেয়ার করে ক্যাপশানে রাজীব সেন লিখেছেন, '' আমি রাজীব সেন, আইনি মেনে আমার স্ত্রী হিসাবে গ্রহণ করলাম।'' একইভাবে চারুও লিখেছেন, '' আমি চারু আসোপা রাজীবকে আইন মেনে স্বামী হিসাবে গ্রহণ করলাম।'' রাজীব ও চারু দুজনেই #rajabittu রেখেছেন।


আরও পড়ুন-ভূতের খপ্পরে পড়লেন উড়ি:স্যাজিক্যাল স্ট্রাইক খ্যাত ভিকি কৌশল!



রাজীব ও চারুর বিয়ের কোর্ট ম্যারেজের সময় উপস্থিত ছিলেন রাজীব ও সুস্মিতার মা শুভ্রা সেন।



 গত মে মাসেই বাগদান সেরেছিলেন রাজীব ও চারু। ভাই ও ভাইয়ের বৌকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবিও শেয়ার করেছিলেন প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন।



প্রসঙ্গত সুস্মিতার ভাই রাজীব পেশায় একজন মডেল। আর চারু আসোপা হলেন টেলিভিশন অভিনেত্রী। 'মেরে অঙ্গন মে', 'আগলে জনমমে বিটিয়া হি কিজো' সহ একাধিক ধারাবাহিকে দেখা গেছে চারুকে।


আরও পড়ুন-শেষপর্যন্ত কিনা ভূতের খপ্পরে পড়লেন উড়ি:স্যাজিক্যাল স্ট্রাইক খ্যাত ভিকি কৌশল!