নিজস্ব প্রতিবেদন: বছর খানেক হয়েছে রুপোলি পর্দায় দেখা মেলেনি তাঁর। তবে সোশাল সাইটে নামচামচার আপডেট দিয়েছেন নিয়মিত। তিনি সুস্মিতা সেন। বহুদিনই বি-টাউনে সুস্মিতা সেন নাকি সংসার পাতার পরিকল্পনা করছেন। বেশ কয়েকটি ছবি নিয়েও চলেছিল জোর জল্পনা। বলি অন্দরে ইতিমধ্যেই তাঁর বিশেষ বন্ধু রহমানের কথা জেনেছেন সকলেই। সম্প্রতি রহমানের সঙ্গে নিউ ইয়র্কে ছুটি কাটোনোর একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সুস্মিতা। তবে ছবিটি খতিয়ে দেখলেও এও স্পষ্ট যে এনগেজমেন্টটা সেরে ফেলেছেন এই জুটি। অন্তত এমনটাই মনে করছেন ফ্যানমহল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: সলমনের জন্য ‘ব্রহ্মাস্ত্র’র মুক্তির দিন পিছিয়ে দিলেন করণ জহর!


ইনস্টাগ্রামে যেই ছবিটি তিনি শেয়ার করেছেন সেখানে তাঁর ডান হাতেই দেখা যাচ্ছে একটি নীল পাথরের আংটি। পাশাপাশি ছবির ক্যাপশনে সুস্মিতা লিখেছেন "কোনও শর্ত ছাড়াই কাউকে ভালবাসা সহজ নয় বলেই প্রচলিত। আসলে আমরা শর্তাধীন হতেই অভ্যস্ত। মন যা চাইছে তাকে অনুসরণ করা সব সময়েই খুব কঠিন হয়ে পড়ে কারণ এ ক্ষেত্রে মস্তিষ্ক যা ভাবছে তার সঙ্গের সংঘর্ষ আরও অনেক বেশি জোরালো হয়। তবু মগজ যখন শর্তের কথা বলে, মনে তখন অঙ্গীকার জন্ম নেয়। এটা আসলেই একটা প্রাপ্তি। 


এরপর তিনি হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন বন্ধুত্ব, প্রেম, কমনীয়তা, অঙ্গীকার, একসঙ্গে থাকা এবং হৃদয়কে অনুসরণ করার দিব্যি… কোনও শর্ত ছাড়াই আমি তোমার… রহমান আমি তোমাকে ভালবাসি।”