ওয়েব ডেস্ক: বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন এবং কঙ্গনা রানাওয়াতের মধ্যে বিতর্ক বছর খানেক হতে চলল। থামার কোনও লক্ষণই নেই এই বিতর্কের। সম্প্রতি ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে এসে ফের বিস্ফোরক মন্তব্য করলেন কঙ্গনা। তাঁর বক্তব্য, তিনি চান যেন হৃত্বিক রোশন এবং তাঁর বাবা রাকেশ রোশন তাঁর কাছে ক্ষমা চান। এসব নিয়ে যদিও কোনও মন্তব্য করেননি হৃত্বিক কিংবা তাঁর বাবা কেউই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান একটি টুইট করেছেন। জানেন এই প্রসঙ্গে কি মন্তব্য করলেন সুজান? হৃত্বিক নাকি কঙ্গনা, কার পক্ষ নিলেন তিনি? দেখে নিন তাঁর সেই টুইট।