নিজস্ব প্রতিবেদন- নব্বইয়ের দশকে ঝড় তুলেছিল রবিনা টন্ডন ও অক্ষয় কুমারের রসায়ন। টিপ টিপ বরসা পানি গানের সেই নস্টালজিয়া ফিরে এল। এবার এই গানের তালে পা মেলালেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সাদার উপর হাল্কা নীল স্ট্রাইপ সিম্পল  গাউন পরেছেন অভিনেত্রী, মুখে মাস্ক, গানের তালে পা মেলাচ্ছেন তিনি। মেয়েকে গান চালাতে বলছেন নায়িকা। মেয়ে অবশ্য ভিডিও করতে ব্যস্ত। তাই গান চালাবে কি করে? অগত্যা ট্যানট্রাম শো করছেন অন্বেষা। মেয়েকে মাল্টিটাস্কার হতে বলছেন মা। তাতেই বিপত্তি। ভিডিও করতে করতে কীভাবে গান চালাবেন প্রশ্ন মেয়ের। নিজেই এই ভিডিও পোস্ট করে স্বস্তিকা লেখেন মেয়ের কীর্তির কথা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



এও লেখেন করোনা নিয়ে এতটাই চিন্তিত তিনি যে বাড়িতেও মাস্ক পরে  থাকছেন। এই সময়টা খুব কঠিন, আমরা খুব খারাপ পরিস্থিতিতে দাঁড়িয়ে, তাই একটু সকলকে আনন্দ দেওয়ার চেষ্টা অভিনেত্রীর।


আরও পড়ুন: 'জাতি, ধর্ম, রাজনীতির উর্ধ্বে গিয়ে মানুষের পাশে দাঁড়ান', Raj