নিজস্ব প্রতিবেদন: অতীতের মায়ার বাঁধন সঙ্গেই যেন ক্রমাগত লড়াই। আবার ভবিষ্যতে মোহ-ও রয়েছে। দুই মিলে 'হইচই'-এ আসছে ওয়েব সিরিজ 'মোহমায়া'। ফের এক ছকভাঙা গল্প নিয়ে হাজির হচ্ছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleshwar Mukherjee)। অভিনয়ে স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) ও অনন্যা চট্টোপাধ্যায় (Ananya Chatterjee)। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে 'মোহমায়া'-র টিজার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগামী ২৬ মার্চ থেকে 'হইচই'-এ দেখা যাবে 'মোহমায়া' ওয়েব সিরিজটি। এবিষয়ে স্বস্তিকা মুখোপাধ্যায় বলেন, ''প্রতিটি প্রজেক্টেই আমি আমার দর্শকদের আলাদা কিছু দিতে চাই। মহোমায়া এমন একটি গল্প। আমি চাই মানুষ এই ওয়েব সিরিজটি দেখুন। এটি হইচইতে মুক্তি পাচ্ছে। ইতিমধ্যেই এটা বিশ্বজুড়ে বিপুল সংখ্যক দর্শকদের কাছে পৌঁছে গিয়েছে। যা একজন শিল্পীর ক্ষেত্রে অনেকটাই বড় বিষয়।''


আরও পড়ুন-পুলিস কর্তার নাম করে ভিডিয়ো ভাইরালের হুমকি, আত্মহত্যা Ankush-র আপ্তসহায়কের



অনন্যা চট্টোপাধ্যায় বলেন, ''মোহমায়া এমনই একটা গল্প, যেটা শোনার পর থেকেই আমি কাজ করার জন্য আগ্রহী হয়ে পড়েছিলাম। এধরনের চরিত্রে অভিনয় একজন অভিনেতাকে পরিপূর্ণ করে। আমি সিনেমা ও টেলিভিশনে অভিনয় করেছি। তবে মোহমায়ার মত একটি ওয়েব সিরিজের হাত ধরে ওয়েব দুনিয়ায় পা রাখতে পেরে আমি খুশি, যেটা কিনা হইচই-এর মতো প্ল্যাটফর্মে দেখানো হবে।''


'মোহমায়া' ওয়েব সিরিজের গল্প, চিত্রনাট্য, ডায়ালগ লিখেছেন সাহানা দত্ত। এই ওয়েব সিরিজে স্বস্তিকা ও অনন্যা-র সঙ্গে দেখা যাবে নতুন মুখ বিপুল পাত্রকে। 


আরও পড়ুন-বিয়ের ১ বছরের মধ্যেই Rekha-র স্বামীর আত্মহত্যা, কী ঘটেছিল?