Swastika Mukherjee, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পোস্টারে সবুজ ট্রাডিশনাল শাড়িতে জ্বলজ্বল করছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের ছবি। নিচে লেখা টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। যেকোনও লাইভ শো এবং খুঁটি পুজো উদ্বোধনের জন্য যোগাযোগ করুন গৌতম ভৌমিক এবং স্বপন পোড়েলের সঙ্গে। নিচে দেওয়া এই দুই ব্যক্তির ফোন নম্বর। আর এমন বিজ্ঞাপনে বেজায় চটেছেন স্বস্তিকা। বিজ্ঞাপনটি শেয়ার করে রবিবার স্বস্তিকা নিজের ফেসবুকের পাতায় অভিযোগ করেন, তাঁর অনুমতি ছাড়াই এই বিজ্ঞাপন দেওয়া হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্বস্তিকা লেখেন, 'এটাই মনে হচ্ছে নিয়ম হয়ে গেছে, artist দের সঙ্গে কোনোরকম কথা না বলে, তাদের মতামত না নিয়ে, লিখিত কোনো permission ছাড়াই তাদের ছবি ব্যবহার করে প্রচার করা।' সাফ জানান,' আমি কারুর সঙ্গে চুক্তি তে নেই, exclusively তো কোন ভাবেই নই।' তাঁর সঙ্গে যোগাযোগের জন্যও নির্দিষ্ট নম্বরও শেয়ার করেন স্বস্তিকা। অভিনেত্রীর এই পোস্টের নিচে কমেন্টে অপর্ণা কৌশিক বিশ্বাস নামে এক নেট নাগরিক স্বস্তিকাকে মামলা করার পরামর্শ দিয়েছেন। তাঁর কমেন্টের প্রতিক্রিয়ায় স্বস্তিকা লেখেন, 'মামলা? আমরা ভারতে বাস করি।' তবে অবশ্য শুধু অপর্ণাই নন, অভিনেত্রীকে তাঁর পোস্টের নিচে কমেন্টে আরও অনেকেই পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন।


আরও পড়ুন- সোশ্যালে জুবিন নটিয়ালকে গ্রেফতারের দাবি, মুখ খুললেন গায়ক



আরও পড়ুন-'হস্টেলে সিনিয়ারদের যৌন হেনস্থা, ট্রমার মধ্যেই কেটেছিল স্কুল জীবন'


ঠিক কী ঘটেছে? কেন এমন বিজ্ঞাপন জানতে Zee ২৪ ঘণ্টা ডিজিটালের তরফে গৌতম ভৌমিকের সঙ্গে যোগাযোগ করা হয়। এবিষয়ে গৌতমবাবুকে প্রশ্ন করতেই তিনি নিজের ভুল স্বীকার করে নেন। জানান, 'আসলে ভুলটা আমারই হয়েছে। স্বস্তিকা মুখোপাধ্যায়ের ম্যানেজারের সঙ্গে আমার কথা হয়েছিল। আসলে আমি দিদির ম্যানেজমেন্ট করতাম। লকডাউনের পর সবকিছু ওলটপালট হয়ে গিয়েছে। তাই এই বিজ্ঞাপনটা দেওয়ার আগে আমি স্বস্তিকা মুখোপাধ্যায় কিংবা ওঁর ম্যানেজারের সঙ্গে কথা বলি নি। যেটা আমার উচিত হয়নি। আসলে গ্রামেগঞ্জে অনুষ্ঠানের জন্য দিদি (স্বস্তিকা মুখোপাধ্যায়)র সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান, তাহলে আমরা সেটা করিয়ে দেব। আসলে অভিনেত্রীর যিনি বর্তমান ম্যানেজার তাঁর মাধ্যমেই আমরা এই যোগাযোগটা করিয়ে দেব। এবিষয়ে অভিনেত্রীর ম্যানেজারের সঙ্গে আমার কথাও হয়েছে। তবে ভুল যেটা হয়েছে, বিজ্ঞাপনটা দেওয়ার জন্য আমরা কোনও অনুমতি নিই নি।' গৌতম ভৌমিক আরও জানান, 'এই বিজ্ঞাপনটি নিয়ে স্বস্তিকা মুখোপাধ্যায় যে পোস্টটি করেছেন, তা তুলে নেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই ওঁর কাছে অনুরোধ জানিয়েছি।'


যদিও এবিষয়ে স্বস্তিকা মুখোপাধ্যায়ের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)