নিজস্ব প্রতিবেদন : লকডাউনের মধ্যেই তাপসী পন্নুর পরিবারে এল দুঃসংবাদ। মৃত্যু হয়েছে তাপসীর ঠাকুমার। এখবর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেত্রী। ঠাকুমাকে 'বিজি' বলে ডাকতেন তাপসী। এটি একটি পাঞ্জাবি শব্দ। যার অর্থ ঠাকুমা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোশ্যাল মিডিয়ায় গুরুদুয়ারাতে মৃত ঠাকুমার জন্য প্রার্থনার একটি ছবি শেয়ার করেছেন তাপসী। তাপসী লিখেছেন, ''আমাদের পরিবারের আগের প্রজন্মের মানুষটি আমাদের ছেড়ে চলে গেলেন। কিন্তু বিজি আমাদের মধ্যেই সব সময় বেঁচে থাকবেন।''


আরও পড়ুন-লকডাউনের পরে সত্যিই কি বন্ধ হচ্ছে 'রাসমণী' ও 'নেতাজি'-র মতো ধারাবাহিক?



আরও পড়ুন-সোনু সুদের প্রশংসায় মহারাষ্ট্রের রাজ্যপাল, শ্রমিকদের বাড়ি পাঠাতে মিলবে সরকারি সাহায্য


তাপসী-এর পোস্টের নিজে অনেকেই বিভিন্ন কমেন্ট করেছেন। কেউ লিখেছেন, ''ঈশ্বর তোমার পরিবারের পাশে থাকুন।'' কেউ আবার লিখেছেন, ''তোমার মৃত ঠাকুমার আত্মার শান্তি কামনা করি।''


প্রসঙ্গত, মুম্বইয়ে লকডাউনের এই পরিস্থিতিতে বোনের সঙ্গে হোম কোয়ারেন্টাইনেই রয়েছেন তাপসী। তাঁর কথায়, ''আমি এটা ভাবে শান্তিতে আছে যে আমি বাবা-মা কোনও কনটেইনমেন্ট জোন এলাকাতে বসবাস করছেন না। কারণ, আমার বাবা-মা দুজনেই ষাটোর্ধ্ব। বাবা কাজ থেকে অবসর নিয়েছেন। আর মা হাউস গৃহকর্তী। তাঁরা বেশিরভাগ সময়ই বাড়িতেই থাকেন, হয়তবা একটু হাঁটতে যান, কিংবা বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করতে বা গুরুদুয়ারাতে যান। তাই লকডাউনে ওনাদের বিশেষ সমস্যা হবে না। হবে আমাদের।''