নিজস্ব প্রতিবেদন : করোনা সংক্রমণের আতঙ্কে ইতিমধ্যেই ঘরের মধ্যে বন্দি রয়েছেন বলিউড সেলেবরা। তারকাদের পাশাপাশি তাঁদের সন্তানদের নিয়েও বেশ কড়াকড়ি শুরু করেছেন আয়ারা। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকে শুরু হয়েছে জোর জল্পনা।
বৃহস্পতিবার সকালে সইফ আলি খানের সঙ্গে বাড়ির বাইরে বের হতে দেখা যায় ছোট্ট তৈমুরকে। বাবার পিছন পিছন আয়ার হাত ধরে হাঁটতে শুরু করে করিনা-পুত্র। তৈমুরকে সামনে দেখা, তার ছবি তুলতে শুরু করেন পাপারাতজি। যা দেখে রীতিমতো ক্ষেপে যান তৈমুরের আয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বাড়ল মনের দূরত্ব! শেষে রণবীরের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল আলিয়ার?
তৈমুরকে দেখে তাকে ডাকতে শুরু করার পরই চিতকার করে ওঠেন আয়া। তিনি বলতে শুরু করেন, এত ভাইরাস চারপাশে, তারমধ্যেও আপনারা....। যদিও পাপারাতজির সামনে ওই মন্তব্য করার পরই চুপ হয়ে যান ওই মহিলা। সেই সঙ্গে তৈমুরের হাত ধরে চটপট বাড়ির মধ্যে ঢুকে পড়েন তিনি।
দেখুন ভিডিয়ো...


 



করোনা সংক্রমণের হার বাড়তে শুরু করায় নিজেদেরকে ঘরের মধ্যে বন্দি করে ফেলেছেন বলিউড তারাকার। আগামী এক সপ্তাহের জন্য সইফ বইয়ের মধ্যে ডুবে থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এমনই জানান করিনা। শুধু তাই নয়, সইফ এবং তাঁর নিজের ছবি শেয়ার করে করিনা জানান, সইফ যখন বইয়ে ডুবে রয়েছেন, সেই সময় তিনি ব্যস্ত ইনস্টাগ্রাম নিয়ে।


আরও পড়ুন : টাকা না দিলে মেরে সাফ করে দেওয়া হবে পরিবারকে, হুমকি জ্যাসলিনের বাবাকে
লাল সিং চাড্ডার শ্যুটিং শুরু করেও করোনার প্রভাবে তা মাঝ পথে বন্ধ করে দেন করিনা কাপুর খান। এই সিনেমায় আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি।