ওয়েব ডেস্ক: বলিউডে লম্বা হিরোদের বাজারই আলাদা। অমিতাভ বচ্চন থেকে অর্জুন রামপাল। কিংবা এ যুগের অরুনদোয় সিং থেকে সিদ্ধার্থ মালহোত্রা। লম্বা হিরোরা বরাবরই আলাদা একটা জায়গা করে নেন। অনেকেই প্রশ্ন করেন বলিউডের সবচেয়ে লম্বা হিরো কে? উত্তরটা জানানর আগে দেখে নেওয়া যাক বলিউডের লম্বা অভিনেতাদের--


পড়ুন বিনোদন জগতের সব খবর


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইরফান খান-৬ ফুট (১৮৫ সেমি)
অর্জুন রামপাল-৬ ফুট ১ ইঞ্চি (১৮৭ সেমি)
সিদ্ধার্থ মালহোত্রা- ৬ ফুট ১ ইঞ্চি (১৮৭ সেমি)
বোমান ইরানি-৬ ফুট ২ ইঞ্চি (১৮৯ সেমি)
অমিতাভ বচ্চন- ৬ ফুট ২.৫ ইঞ্চি (১৯০ সেমি)
অভিষেক বচ্চন-৬ ফুট ৩ ইঞ্চি (১৯১ সেমি)
অরুনদোদয় সিং- ৬ ফুট ৪ ইঞ্চি (১৯৪ সেমি)



তবে এঁরা লম্বা ঠিকই, কিন্তু এই মুহূর্তে বলিউডের সবচেয়ে লম্বা অভিনেতা হলেন রজত বেদী। কোই মিল গ্যায়া খ্যাত এই অভিনেতার উচ্চতা ৬ ফুট ৫.৯ ইঞ্চি (প্রায় ১৯৮ সেমি)। ২০০৭ সালে পার্টনার সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন রজত। বেশ কয়েকটা হিট সিনেমা থাকলেও বলিউডে বিশেষ জমি শক্ত করতে পারেননি রজত। রজতকে অনেকে লম্বু নামে ডাকেন।