ওয়েব ডেস্ক: ‌ যে রাজ্য থেকেই আঞ্চলিক সিনেমারগুলির উপর জিএসটি কমানোর দাবি উঠেছিল, ফের সেই রাজ্যেই বাড়ছে সিনেমার টিকিটের দাম। সিনেমার টিকিটের উপর ২৫ শতাংশ  দাম বাড়লো তামিলনাড়ু সরকার। এর ফলে  মাল্টিপ্লেক্সে সিনেমার টিকিটের দাম বেড়ে ১৬০ টাকা হতে চলেছে। আর সবথেকে কম দামের টিকিটের দাম হচ্ছে ৫০ টাকা। ‌যেটা লাগু হতে চলেছে আগামী ৯ অক্টোবর থেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, আঞ্চলিক সিনেমার উপর ১০ শতাংশ হারে লেভি (কর) বসানোর প্রতিবাদে তামিলনাড়ুর বহু সিনেমা নির্মাতা তাঁদের সিনেমার মুক্তি আটকে রেখেছেন বেশকিছুদিন ধরে। তারই মধ্যে সিনেমার টিকিটের দামের উপর ফের কোপ পড়ল।


গত জুলাই মাসে সিনেমার টিকিটের দামে পরিবর্তন আসে। ১২০ টাকার দামের টিকিটের উপর ২৮ শতাংশ জিএসটি বসে দাম দাঁড়ায় ১৫৩ টাকা। তারউপর ইন্টারনেটে টিকিট বুক করলে অতিরিক্ত ৩০ টাকা নেওয়া হত। ফলে দাম দাঁড়াত ১৮৩ টাকা। তবে ১০০ বা তার কম দামের টিকিটের উপর ১৮ শতাংশ হারে জিএসটি লাগু ছিল। 


তবে তামিলনাড়ু সিনেমা নির্মাতাদের দাবি ছিল, ২৮ শতাংশ জিএসটি বসানোর পর আর ১০ শতাংশ লেভি রাজ্য সরকার ‌যেন না নেয়। বলিউড সিনেমাগুলির সঙ্গে আঞ্চলিক সিনেমাগুলিকে প্রতি‌যোগিতায় টিকিয়ে রাখার জন্যই তাঁরা এই দাবি করেন। এমনকি ধর্মঘটের জেরে গত শুক্রবারও ৬টি সিনেমা মুক্তি পায়নি। তারই মধ্যে টিকিটের দাম ফের বাড়াল তামিলনাড়ু সরকার।


আরও পড়ুন- ফের জুহি চাওলার কাছে ফিরছেন শাহরুখ