Tanushree Dutta: আত্মহত্যায় প্ররোচনা! কার বিরুদ্ধে অভিযোগ তনুশ্রীর?
তনুশ্রী লেখেন যে, `খুব খারাপভাবে আমাকে হেনস্থা করা হচ্ছে, টার্গেট করা হচ্ছে। দয়া করে কেউ কিছু করুন।`
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নানাভাবে তাঁকে মানসিক ও শারীরিক হেনস্থা করা হচ্ছে, তবে তিনি আত্মহ্ত্যা করবেন না, এমনটাই দাবি করেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট লিখেছেন তিনি, কীভাবে তাঁর আবাসনে এবং কর্মক্ষেত্রে নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।
তনুশ্রী লেখেন যে, 'খুব খারাপভাবে আমাকে হেনস্থা করা হচ্ছে, টার্গেট করা হচ্ছে। দয়া করে কেউ কিছু করুন। প্রথমত আমার একটি বলিউডের ছবি কেড়ে নেওয়া হয়, তারপর আমার এক পরিচারিকা আমায় জলের সঙ্গে মিশিয়ে দেয় স্টেরয়েড যা থেকে আমার নানাবিধ অসুখ দেখা দেয়। এরপর আমি উজ্জয়নে পালিয়ে যাই, সেখানে আমার গাড়ি দুর্ঘটনা ঘটে। কোনওরকমে মৃত্যুর মুখ থেকে ফিরে আসি। এখন আবার আমার আবাসনে নানা ধরনের অদ্ভুত কাণ্ডকারখানা ঘটছে।'
আরও পড়ুন: Zubeen Garg in hospital: মাথায় গুরুতর চোট, ICU-তে ভর্তি সংগীতশিল্পী জুবিন গর্গ
তনুশ্রী জানান যে তিনি নানাভাবে এই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। হেরে যাওয়ার পাত্রী তিনি নন। তিনি লেখেন, 'কান কুলে শুনে নাও আত্মহত্যা করব না আমি। আমি ছেড়ে কোথাও চলেও যাব না। আমি এখানেই থাকব আর আমার কেরিয়ার সেই উচ্চতায় পৌঁছব যেখানে আমি আগেও পৌঁছতে পারিনি। বলিউডের মাফিয়ারা, মুম্বইয়ের রাজনৈতিক কিছু নেতা, ক্রিমিনালরা এভাব বিরক্ত করে। আমি জানি যে মিটু ক্যাম্পেনে আমি যাঁদের বিরোধিতা করেছিলাম, যে এনজিও-র বিরুদ্ধে কথা বলেছিলাম, তারাই আমাকে হেনস্থা করছে।'
আরও পড়ুন: Samantha-Akshay: ও অন্তাভা... এবার সামান্থার সঙ্গে অক্ষয়, ভাইরাল ভিডিয়ো
আরও পড়ুন: Aishwarya Rai Bachchan: মা হতে চলেছেন ঐশ্বর্য? নায়িকার ছবি ঘিরে জোর জল্পনা
আরও পড়ুন: Kareena Kapoor Khan: মা হতে চলেছেন করিনা? সত্যিটা নিজেই জানালেন অভিনেত্রী
আরও পড়ুন: Rupankar Bagchi-KK: কেকে-র গানেই প্রয়াত গায়ককে শ্রদ্ধাজ্ঞাপন , ফের কটাক্ষের মুখে রূপঙ্কর বাগচী