অভিনেত্রী তনুশ্রী-র এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে
মানবিক তনুশ্রী। হাতিবাগানের তাঁর রেস্তোরাঁ বারবিকিউ ওয়ার্ল্ডে প্রায় ষাট জন পথশিশুদের পেটপুরে লাঞ্চ করালেন তিনি।
ওয়েব ডেস্ক: মানবিক তনুশ্রী। হাতিবাগানের তাঁর রেস্তোরাঁ বারবিকিউ ওয়ার্ল্ডে প্রায় ষাট জন পথশিশুদের পেটপুরে লাঞ্চ করালেন তিনি।
বড়পর্দা ছেটপর্দা মিলিয়ে তাঁর এখন দম ফেলার সময় নেই। শুটিংয়ের কাজে প্রায়ই ছুটে বেড়াতে হয় তাঁকে। এরই মাঝে মন দিতে হয় নতুন ব্যবসায়। গতকাল এ সবের মধ্যেও শহরের পথশিশুদের জন্য সময় বার করে নিলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী।
আরও পড়ুন-শ্রাবন্তীকে নিয়ে এই তথ্যগুলো জানেন?
প্রায় ষাট জন পথ শিশুদের সময় দিলেন তিনি। তাদের নিয়েগিয়েছিলেন হাতিবাগানে নিজের রেস্তোরাঁ বারবিকিউ ওয়ার্ল্ডে। হাসি-মজায় তাদের নিজের হাতে পরিবেশন করে খাওয়ালেন দুপুরের খাবার। হঠাত্ কেন এমন উদ্যোগ? ব্যবসায়িক প্রচার নাকি সমাজসেবা?
আরও পড়ুন- বিয়ের পিঁড়িতে বসতে চলেছে বলিউডের এই জুটি!
কী ছিল না মেনুতে? কাবাব থেকে বিরিয়ানি। এ হেন রাজকীয় ভোজন এদের জীবনে তো প্রায় আসেই না।
আহা! সবাই যদি এমন হতো...