জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : উত্তমকুমার ও সুচিত্রা সেন অভিনীত 'চাওয়া পাওয়া' (১৯৫৯) ছিল তরুণ মজুমদার পরিচালিত প্রথম ছবি। আর তরুণ মজুমদারকে স্বাধীনভাবে ছবি বানাতে প্রথম উৎসাহিত করেছিলেন খোদ 'মহানায়ক' উত্তম কুমার। তার আগে পর্যন্ত সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন তরুণবাবু। রাজগীরে হরিদাস ভট্টাচার্য পরিচালিত 'রাজলক্ষ্মী ও শ্রীকান্ত'-র শ্যুটিং চলাকালীন তরুণ মজুমদারকে উত্তম কুমার বলেন,  যদি কোনও দিন মনে হয় স্বাধীন ভাবে কোনও ছবি করবেন, কথা দিচ্ছি, আমি পাশে থাকব-- অবশ্য যদি আপনার চিত্রনাট্যে মানিয়ে যায়।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যেমন কথা তেমনি কাজ। উত্তমকুমারের কাছ থেকে আশ্বাস পেয়েই 'চাওয়া পাওয়া' বানিয়ে ফেলেন তরুণ মজুমদার। আবার এই তরুণ মজুমদারই যখন 'পলাতক' (১৯৬৩) বানিয়েছিলেন, তখন চিত্রনাট্য উত্তমকুমারের পছন্দ হয়ে যাওয়ার পরও 'মহানায়ক'-কে না বলার সাহস দেখিয়েছিলেন পরিচালক। কারণটা হল তিনি অনুপ কুমারকে ভেবেই চিত্রনাট্য লিখেছিলেন। 


আরও পড়ুন-'আমার লেখাই ওঁর শেষ দুটি ছবি না-হলে ভালো হত'



আরও পড়ুন-পাড়ায় এলে গুন্ডা দিয়ে পেটাব, তরুণকে বলেছিলেন দেবশ্রী


জানা যায়, 'পলাতক'-এর প্রযোজক, আগে গিয়ে চিত্রনাট্য উত্তমকুমারকে শুনিয়ে দেন। মহানায়কের সেই চিত্রনাট্য ভীষণ পছন্দ হয় এবং তিনি 'পলাতক'- করতে রাজিও হয়ে যান। প্রযোজক একথা তরুণ মজুমদারকে জানালে, তিনি স্পষ্ট বলেন, উত্তম নন, অনুপকে (অনুপ কুমার) মাথায় রেখেই গল্প লিখেছি। এরপর প্রযোজক বেঁকে বসলে তরুণ মজুমদার সরাসরি উত্তম কুমারের সঙ্গে কথা বলতে যান। মেকআপ রুমে থাকা মহানায়ককে তরুণবাবু 'পলাতক'-এর কথা বলতেই উত্তম কুমার বলেন, তাঁর চরিত্রটা ভীষণ পছন্দ হয়েছে। বিন্দুমাত্র বিচলিত না হয়ে পরিচালক জানিয়ে দেন, তিনি চরিত্রটা আসলে অনুপকুমারকে ভেবেই লিখেছেন। আর তরুণ বাবুর মুখ থেকে একথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকেন উত্তম কুমার। পরে বলেন, 'এটা নিয়ে আপনাকে আর ভাবতে হবে না, আমি অনুপের কথা সকলকে বলে দিচ্ছি।'



পরবর্তীকালে কী হয়েছিল, সেকথা আর কারোর অজনা নয়। ১৯৬৩-তে অনুপ কুমারকে নিয়েই 'পলাতক' বানান তরুণবাবু। ছবিটিতে অসাধারণ অভিনয় করে অনুপকুমার চিরদিনের জন্য বাঙালির মনের মণিকোঠায় ঠাঁই করে নিয়েছেন। এক ঘর-পালানো উদাসী বাউন্ডুলের চরিত্রে অনুপের স্বতঃস্ফূরত অভিনয় আজও ভোলেনি বাঙালি। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)