জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টেলর সুইফট (Taylor Swift), পাশ্চাত্য সঙ্গীত সাম্রাজ্যের অন্যতম সম্রাজ্ঞী তিনি। ১২ গ্র্যামির মালকিনের আর কোনও পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। সুরের সাগরে তাঁর গলা মিঠে হাওয়ার মতোই। এহেন টেলর গতবছর ১৭ মার্চ থেকে শুরু করেছেন ম্যারাথন কনসার্ট 'দ্য এরাস ট্যুর' (The Eras Tour)। চলবে আগামী বছর ১৭ অগস্ট পর্যন্ত। এক বছরেরও বেশি সময় ধরে চলা ট্যুরে টেলর পাঁচটি মহাদেশ ঘুরে ১৩১টি শো করার পরিকল্পনা করেছেন। ২০১৮ সালে রেপুটেশন স্টেডিয়াম ট্যুরের (Reputation Stadium Tour) পর এটাই টেলরের সবচেয়ে ব্যয়বহুল ট্যুর। টেলর এখনও পর্যন্ত মোট ১০টি অ্যালবাম প্রকাশ করেছেন। মূলত প্রতিটি অ্যালবামের বাছাই করা গানই গাইছেন তিনি। সম্প্রতি দ্য এরাস ট্যুর হয়ে গেল আমেরিকায়। ক্যালিফোর্নিয়ার স্যান্টা ক্লারায় (Santa Clara) গত শনিবার ছিল ইউএস লেগের শেষ পর্ব। আর মঞ্চে ওঠার আগেই টেলর যা করলেন, তার জন্য গোটা দুনিয়া তাঁকে বাহবা দিচ্ছে। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Nitin Chandrakant Desai: স্বপ্নের স্টুডিয়ো গড়াই কাল? বিপুল দেনার দায়ে ক্লান্ত ছিলেন নিতিন


ইউএস ট্যুরে টেলরের সঙ্গী হয়েছিলে ৫০ জন ট্রাক ড্রাইভার। তাঁরাই বিভিন্ন জায়গায় টেলরের দামি ইনস্ট্রুমেন্টগুলি ট্রাকে করে নিয়ে গিয়েছেন। এই বিশেষ কাজ করার জন্য টেলর তাঁদের পুরস্কৃত করলেন। শিল্পী তাঁর দরাজ মনের পরিচয় দিয়েছেন। প্রতিটি ট্রাক ড্রাইভারকে ভারতীয় মুদ্রায় তিনি ৮২ লক্ষ টাকা করে দিয়েছেন। গান গাইতে মেক্সিকো যাওয়ার আগেই টেলর এই কাজ করে ফেলেছেন। এখানেই শেষ নয়, জানা গিয়েছে টেলর তাঁর ব্য়ান্ডের সদস্য, ডান্সার, আলো ও শব্দ কুশলী, ক্যাটারার ও অনান্য কর্মীদেরও বেশ মোটা টাকারই নগদ পুরস্কার দিয়েছেন। ৩৩ বছরের গায়িকা তাঁর জন্মভূমিতে আরও একবার অন্য ভাবে ছাপ রাখলেন। টেলরের কথা বলতে গেলে, আরও একটা কথা বলতেই হবে। বিগত ৬০ বছরে তিনিই প্রথম জীবিত শিল্পী। যাঁর চারটি অ্যালবাম রয়েছে সেরা দশে। যা অভাবনীয় বললেও কম বলা হয়। ইনস্টাগ্রামে টেলর সুইফটের ২৬৯ মিলিয়ন ফলোয়ার্স। কিন্তু তিনি একজনকেও ফলো করেন না।


আরও পড়ুন: Mithun Chakraborty As Kabuliwala: টলিউডের নয়া ‘কাবুলিওয়ালা’ মিঠুন, প্রকাশ্যে ফার্স্টলুক...



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)