নিজস্ব প্রতিবেদন:  দেশবাসীর কাছে একপ্রকার 'দেবদূত' তুল্য হয়ে উঠেছেন সোনু সুদ (Sonu Sood)। লকডাউনে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন তিনি, শুধু তাই নয়, তাঁর কাছে যে যখন যে সমস্যার কথাই জনিয়েছেন, সাহায্যেরর ঝুলি হাতে পৌঁছে গিয়েছেন সোনু (Sonu Sood)। দেশবাসীর কাছে হয়ে উঠেছেন 'মাসিহা'। সোনু সুদকে শ্রদ্ধা জানাতে এবার তেলেঙ্গানায় তৈরি হল মন্দির।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ANI-সূত্রে খবর তেলেঙ্গানার সিদ্ধিপেটের দুব্বা টান্দা গ্রামের বাসিন্দারা একটি মন্দির স্থাপন করেছেন। যার ভিতরে রাখা হয়েছে সোনু সুদ- (Sonu Sood) এর ভাস্কর্য। স্থানীরা সেখানে উপাসনা করছেন। সোনু সুদের জনহিতকর কাজের স্বীকৃতি জানাতে এই মন্দির নির্মাণ করা হয়েছে বলে ANI-এর টুইটে লেখা হয়েছে।


আরও পড়ুন-''তোমাকে মারলে লোকে আমায় অভিশাপ দেবে'', শ্যুটিংয়ে Sonu Sood-কে বললেন Chiranjeevi



এবিষয়ে আবেগতাড়িত সোনু সুদ (Sonu Sood) বলেন, ''আমি ভীষণই খুশি, আমার কিছু বলার ভাষা নেই। তবে এটা আমার প্রাপ্য নয়। আমি একজন সাধারণ মানুষ, আমি আমার ভাইবোনদের সাহায্য করতে চেয়েছি মাত্র।''


লকডাউনে শুরুর দিকে সোনু (Sonu Sood) বলেছিলেন। ''লকডাউনে প্রথমে আমি পরিযায়ী শ্রমিকদের কাছে খাবার পৌঁছনোর ব্যবস্থা করি। তারপর যখন দেখলাম, পরিযায়ী শ্রমিকরা বাড়ি পৌঁছতে দিনরাত এক করে মাইলের পর মাইল হাঁটছেন, তখন আর আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না। আমার মনে হয়েছিল সকলকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া আমার কর্তব্য। তবে পরিবর্তে যেভাবে দেশবাসীর কাছে ভালোবাসা পেয়েছি, তাতে আমি সত্যিই ধন্য।''


আরও পড়ুন-দুঃস্থ মানুষকে সাহায্যের জন্য প্রয়োজন ১০ কোটি, ৮টি সম্পত্তি বন্ধক রাখলেন সোনু সুদ