নিজস্ব প্রতিবেদন : মার্কিন মুলুকে বসে ভারতীয় অভিনেত্রীদের ফাঁদে ফেলে মধুচক্র চালাতেন মোদুগুমুদি কৃষণ নামে এক প্রযোজক এবং তাঁর স্ত্রী চন্দ্রা। দক্ষিণী প্রযোজকের কীর্তি কলাপের তথ্য হাতে আসার পরই কৃষণ এবং তাঁর স্ত্রী চন্দ্রাকে গ্রেফতার করে মার্কিন পুলিস। বিষয়টি ছড়িয়ে পড়তেই শুরু হয় জোর জল্পনা। আর এবার মার্কিন মুলুকে দক্ষিণী অভিনেত্রীদের নিয়ে মধুচক্রের আসর চালানোর বিষয়ে মুখ খুললেন জনপ্রিয় ৩ দক্ষিণী অভিনেত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : টলিউড অভিনেত্রীদের দিয়ে দেহ ব্যবসা, গ্রেফতার ভারতীয় প্রযোজক


রিপোর্টে প্রকাশ, এ বিষয়ে দক্ষিণের বিতর্কিত অভিনেত্রী শ্রী রেড্ডি বলেন, মোদুগুমুদি এবং তাঁর স্ত্রী চন্দ্রা অভিনেত্রীদের ফাঁদে ফেলতে তাঁদের জন্য পাসপোর্ট এবং ভিসার ব্যবস্থা করে দিতেন। অভিনেত্রীদের জনপ্রিয়তার নিরিখে তাঁদের পারিশ্রমিক নির্ধারণ করা হত।



অনুসূয়া বলেন, বহু বছর আমেরিকায় যাননি তিনি। ২০১৪ সালে জনপ্রিয় এক সুরকারের অনুষ্ঠানে মার্কিন মুলুকে গিয়েছিলেন। এরপর ২০১৬ সালে কৃষণ তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং সেখারকার একটি তেলুগু অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য। আমন্ত্রণও জানান কৃষণ। কিন্তু, রাজি হননি অনুসূয়া। এরপর তাঁর ছবি ওই তেলুগু অনুষ্ঠানে ব্যবহার করা হয়। যা নিয়ে জোরদার আপত্তি জানিয়েছিলেন তিনি। বিষয়টি নিয়ে টুইট করেন বলে জানান অনুসূয়া।


আরও পড়ুন : স্ত্রী-কে চোখে হারাচ্ছেন, বাবা অনিল কাপুরকে নিয়ে মশকরা মেয়ের


দক্ষিণী অভিনেত্রী সঞ্জনাও বিষয়টি নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, মার্কিন মুলুকে যাওয়া অভিনেত্রীদের কাছে কোনও নতুন বিষয় নয়। সি এবং ডি গ্রেডের অভিনেত্রীদেরই ফাঁদে ফেলে আমেরিকায় নিয়ে যেতেন কৃষণ। বিশেষত যে সমস্ত অভিনেত্রী জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করতেন, তাঁদেরই দেওয়া হত টোপ। এরপর তাঁদের নিয়েই বসত মধুচক্রের আসর। বেশ কিছু সময়ে অনুষ্ঠানের নাম করে নিয়ে যাওয়া হত অভিনেত্রীদের। আবার কখনও কেউ নিজের ইচ্ছেতেই কৃষণ-এর প্রস্তাবে রাজি হয়ে যেতেন বলেও মন্তব্য করেন সঞ্জনা।