ওয়েব ডেস্ক: রেড এফ এমের উদ্যোগে নতুন প্রতিযোগীতা থাপ্পা লাগাও, পাপ্পা বানাও।মোট আঠারোটি জেলায় চলছে এই প্রতিযোগীতা।এ রাজ্যের দুটি জেলার মধ্যে আগেই আপনাদের শিলিগুড়ির দুটি রেঁস্তোরা ঘুরে দেখিয়েছি। আজ দেখব আসানসোলের রেস্তোরাগুলি।


রেড এফ এমের উদ্যোগে নতুন প্রতিযোগীতা থাপ্পা লাগাও, পাপ্পা বানাও।মোট আঠারোটি জেলায় ৬টি বিভাগে হবে এই প্রতিযোগীতা। এবার রেড এফ এমের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আমরা পৌছে গেলাম আসানসোলের মনোনীত রেস্তোরাগুলিতে। ভিন্ন ধরনের খাবারের নিরিখে মনোনীত হয়েছিল পাঁচটি রেস্তোরা। শিল্পাঞ্চলে শ্রেষ্ঠ বাঙালি খাবারের রেস্তোরা  লেজেন্ডস অফ বেঙ্গল,রয়্যাল ,বার্বিকিউ ফাস্ট ফুড জয়েন্ট টুকটুক, চাট সেন্টার  অশোক চ্যাট এবং মিষ্টির দোকান  চাচির দোকান ঘুরে দেখলাম আমরা। চেখে দেখলাম সব রেস্তোরার খাবারও।কি বলছেন এই রোস্তোরার কর্ণধারেরা। আগামী ৪ঠা জুন অবদি চলবে এই প্রতিযোগীতা। রেড এফ এমের শ্রোতারা যে রেস্তোরাকে সবচেয়ে বেশি ভোট  দেবেন তাতেই লাগবে থাপ্পা।