জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লাল পাহাড়ির দেশের স্রষ্টা, কবি অরুণ চক্রবর্তী আর নেই। গতকাল গভীর রাতে চুঁচুড়ার ফার্ম সাইড রোডে তাঁর বাসভবন 'সোনাঝুরি'-তে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চিকিৎসক এসে তিনি আর নেই বলে জানান। কবির বয়স হয়েছিল ৮০। লাল পাহাড় ছেড়ে তিনি যেন এবার মেঘের দেশে যাত্রা করলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  'ভাষা খুঁজে পাচ্ছি না..'! বাবার মৃত্যুতে কান্নায় ডুবে রাইমা বললেন...


কবি অরুণ চক্রবর্তী ছেড়ে গেছেন তাঁর স্ত্রী, দুই পুত্র, বৌমা এবং নাতি-নাতনিদের। তাঁর প্রয়াণে শেষকৃত্যে উপস্থিত হয়েছেন স্থানীয় বিধায়ক, শহরের বইমেলা কমিটির সদস্য এবং অন্যান্য বিশিষ্টজনেরা।


আরও পড়ুন:  'নিজের চরকার তেল দিন, অযথা মানসম্মান নষ্ট করবেন না', মোহিনী বিতর্কে চটলেন রহমান কন্যা-পুত্র...


কবির বৌমা সুদেষ্ণা চক্রবর্তী জানিয়েছেন, গতকাল তিনি কলকাতার মোহরকুঞ্জে জঙ্গল মহল উৎসবে যোগ দিতে গিয়েছিলেন। সামান্য ঠান্ডা লেগেছিল, আর করোনার পর থেকেই তাঁর ফুসফুসের কিছু সমস্যা ছিল।


আরও পড়ুন: Mohini Dey: রহমানের সংসার ভেঙেছেন তিনি! মারাত্মক আবেদনময়ী, গুণী এই বং-গার্ল মোহিনী দে কে?


শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস করার পর অরুণ চক্রবর্তী হিন্দুস্থান মোটরে কাজ শুরু করেন। চাকরির সঙ্গে সঙ্গেই লেখালেখি চালিয়ে যেতেন। বহু কবিতা লিখেছেন তিনি। তবে 'লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা' তাঁকে বিশেষ পরিচিতি এনে দেয়। এই কবিতা পরবর্তীকালে গান হয়ে বিভিন্ন ভাষায় দেশে-বিদেশে জনপ্রিয়তা পায়। বাংলার লোকসংস্কৃতির প্রতি গভীর অনুরাগ ছিল তাঁর। পাহাড়, জঙ্গল এবং আদিবাসী অঞ্চলে ঘুরে বেড়িয়ে তিনি লোকজ বিষয়বস্তু নিয়ে কাজ করতেন।


আরও পড়ুন: AR Rahman Divorce: রহমান-সায়রার বিচ্ছেদের নেপথ্যে বাঙালি কন্যে মোহিনী! গুঞ্জনে মুখ খুললেন আইনজীবী...


লাল পোশাক, কাঁধে ঝোলা ব্যাগ, মাথায় রঙিন রুমাল—এগুলো ছিল কবির ট্রেডমার্ক। তাঁর ঝোলায় সবসময় থাকত চকলেট। ছোটদের দেখলেই তিনি চকলেট দিতেন। সবাইকে ‘বুড়ো’ বলে ডাকতেন। এই ব্যক্তিত্বের কারণে তাঁর প্রয়াণে জেলার সাহিত্যিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। 


আরও পড়ুন: Salman Khan: লরেন্স-ভয়ে কাঁপছেন 'ভাইজান'? ভোট দিলেন সলমান, নিরাপত্তায় কমান্ডো...


কবির মরদেহ চুঁচুড়ার রবীন্দ্র ভবনের মুক্তমঞ্চে শায়িত রাখা হবে, যেখানে গুণগ্রাহীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর শ্যামবাবুর ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।


 



 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)