The Eken: ৩ দিনে ১ কোটি! নববর্ষে বক্স অফিসে ‘একেন’ ঝড়...
Eken Babu: কথা মতো পয়লা বৈশাখে মুক্তি পেয়েছে অনির্বাণ চক্রবর্তী অভিনীত ‘দ্য একেন, রুদ্ধশ্বাস রাজস্থান’। টান টান উত্তেজনা নিয়ে ফের একবার বড়পর্দায় হাজির `একেনবাবু` আর এবার প্রেক্ষাপট রাজস্থান। তিনদিনেই বক্স অফিসে রেকর্ড গড়ল এই ছবি।
The Eken, Eken Babu, Anirban Chakraborti, Tollywood, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নববর্ষ মানেই বড়পর্দায় বাংলা ছবি। সেই প্রথা মেনেই এই বছরও পয়লা বৈশাখে মুক্তি পেয়েছে তিনটি ছবি। তার মধ্যে একটি হল ‘দ্য একেন, রুদ্ধশ্বাস রাজস্থান’। টান টান উত্তেজনা নিয়ে ফের একবার বড়পর্দায় হাজির 'একেনবাবু' আর এবার প্রেক্ষাপট রাজস্থান। গত বছর এপ্রিলেই প্রথমবার বড়পর্দায় এসেছিলেন একেনবাবু। এক বছরেই তাঁর সাফল্য আকাশ ছুঁয়েছে। গরম উপেক্ষা করেই দর্শক হয়েছে হলমুখী। তারই প্রভাব পড়েছে ছবির বক্স অফিস কালেকশনে। মুক্তির প্রথম দিন থেকে কার্যত বড়পর্দায় ঝড় তুলেছেন একেন। রবিবার ছবি মুক্তির তৃতীয় দিনেই ছবির প্রযোজক মহেন্দ্র সোনি দাবি করেন, সপ্তাহান্তে এই ছবির আয় ১ কোটি। সামনের সপ্তাহে তা ছুঁয়ে ফেলবে ২ কোটি।
ওয়েব সিরিজ ও ছবি প্রথম থেকেই একেন বাবুর চরিত্রে দেখা গেছে অনির্বাণ চক্রবর্তীকে এবার তাঁর সঙ্গে বাপিবাবু ও প্রমথের চরিত্রে দেখা যায় সুহোত্র মুখোপাধ্যায়, সোমক ঘোষকে। এছাড়া সন্দীপ্তা সেন, রজতাভ দত্ত, রাজেশ শর্মা, সুব্রত দত্ত, সুদীপ মুখোপাধ্যায়কেও এই ছবিতে দেখা যায়। ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন জয়দীপ মুখোপাধ্যায়। জয়পুর আর জয়সলমেরেই হয়েছিল ছবির শ্যুটিং। মুক্তির সঙ্গে সঙ্গেই বক্স অফিসে ছবির এই সাফল্যে আনন্দিত ছবির গোটা টিম। মহেন্দ্র সোনির ট্যুইট শেয়ার করে পর্দার একেনবাবু অনির্বাণ চক্রবর্তী লেখেন, খুশির খবর। অনির্বাণের মতোই পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের গলাতেও আনন্দের সুর। প্রযোজকের দাবি, তিনদিনে এক কোটি টাকা আয় করে দ্য একেনই ২০২৩-এর প্রথম ব্লকবাস্টার।
আরও পড়ুন-Dev| Srabanti: ‘হাতে সময় নেই’, দেবকে ফেরালেন শ্রাবন্তী!
প্রসঙ্গত, প্রথমে 'হইচই'-এ একেনবাবুর হাত ধরে ওয়েব সিরিজে সাফল্য এসেছে। তারপরই একেনবাবুকে বড়পর্দায় আনার সিদ্ধান্ত নিয়েছিলেন পরিচালক। ২০২২ সালের এপ্রিলেই প্রথমবার বড়পর্দায় পা রেখেছিলেন একেন, প্রমথ এবং বাপী। গল্পের প্রেক্ষাপট ছিল দার্জিলিং। তাঁদের দার্জিলিং অভিযান দেখতে সিনেমাহলে ভিড় জমিয়েছিলেন দর্শক। আর তাই এবার রাজস্থানে নতুন অভিযানের গল্প নিয়ে আসছেন একেনবাবু। ছবির গল্পে দেখা যায় বাপী ও প্রমোথর সঙ্গে রাজস্থানে ছুটি কাটাতে যাবেন গোয়েন্দা একেনবাবু। আর সেখানে গিয়ে নতুন রহস্যের সন্ধান পান তিনি। পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় জানান, 'একটা ঐতিহাসিক মূর্তি যে জয়সলমেরের মিউজিয়ামে ছিল। যেহেতু জয়সলমেরের পাশে বর্ডার। মূর্তিটা সেখান দিয়েই বেরিয়ে যায়। সেই মূর্তিটা একেনবাবু নিজের বুদ্ধি দিয়ে কীভাবে উদ্ধার করবেন তা নিয়েই গল্প।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)