ওয়েব ডেস্ক: ইন্ডিয়ান জ্যাম প্রজেক্ট। নিজেদের অসাধারণ ফিউশন মিউজিক সৃষ্টির গুণে এখন পরিচিত নাম। টেলিভিশন ও সিনেমার বিভিন্ন থিম সঙের তাদের ইন্দো-ওয়েস্টার্ন অ্যাডাপটেশন শুনে মুগ্ধ হয়েছেন শ্রোতারা। তবে তাদের নতুন সৃষ্টি বোধহয় ছাপিয়ে গেল সবকিছু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হ্যান্স জিমারের পাইরেটস অফ ক্যারিবিয়ান থিম সঙের ভারতীয় দ্রুপদী সংস্করণ এর মধ্যেই উচ্চ প্রশংসিত। কিবোর্ডে তুষার লাল, সারেঙ্গিতে শ্রী সন্দীপ মিশ্র, বাঁশিতে প্রথমেশ সলুঙ্কে নিজেদের প্রতিভার পরিচয় দিয়েছেন। গোটা কম্পোজিশনের দায়িত্বে ছিলেন তুষার লাল।


এর আগে ইন্ডিয়ান জ্যাম প্রজেক্ট গেম অফ থ্রোনস থিম ও শার্লক থিমের অ্যাডপটেশনে কাজ করে চমকে দিয়েছিল।


শুনুন পাইরেটস অফ ক্যারিবিয়ান থম সঙ অ্যাডাপটেশন,