জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টলিউডে ফের নক্ষত্রপতন। প্রয়াত পরিচালক রাজা মিত্র (Raja Mitra)। নভেম্বর মাসে ধরা পড়েছিল ক্যানসার। তারপর থেকে প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছিলেন। ভর্তি ছিলেন শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। সেখানেই বৃহস্পতিবার রাত তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে পরিচালকের বয়স হয়েছিল ৭৯ বছর। তাঁর পুত্র রৌদ্র মিত্র সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে খবরটি জানান। তিনি বলেন, 'চলচ্চিত্রে ৬বারের জাতীয় পুরস্কার বিজয়ী (স্বর্ণকমল ও রজতকমল মিলিয়ে), ঋজু শিরদাঁড়া, জেদি এবং বরাবরই স্পষ্টবাদী আমার বাবা, রাজা মিত্র আজ গভীর রাত ৩টের সময়ে ক্যান্সারের সাথে লড়াই করে প্রয়াত হয়েছেন।' 


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)