Raja Mitra Passes Away: ফুরিয়ে গেল `একটি জীবন`! `যতনের জমি` ছেড়ে চলে গেলেন রাজা মিত্র...
Director Raja Mitra: একবার গোর্কি সদনের গৌতমদা (ঘোষ) নতুন টেলিফিল্ম করিয়েদের উৎসাহ দিতে এক সাক্ষাৎকারের আয়োজন করেছেন। আমার সেশন শুরু হওয়ার আগে হঠাৎ দেখি রাজাদা দর্শকদের মধ্যে এসে বসলেন।আমি অবাক, হতবম্ব।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টলিউডে ফের নক্ষত্রপতন। প্রয়াত পরিচালক রাজা মিত্র (Raja Mitra)। নভেম্বর মাসে ধরা পড়েছিল ক্যানসার। তারপর থেকে প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছিলেন। ভর্তি ছিলেন শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। সেখানেই বৃহস্পতিবার রাত তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে পরিচালকের বয়স হয়েছিল ৭৯ বছর। তাঁর পুত্র রৌদ্র মিত্র সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে খবরটি জানান। তিনি বলেন, 'চলচ্চিত্রে ৬বারের জাতীয় পুরস্কার বিজয়ী (স্বর্ণকমল ও রজতকমল মিলিয়ে), ঋজু শিরদাঁড়া, জেদি এবং বরাবরই স্পষ্টবাদী আমার বাবা, রাজা মিত্র আজ গভীর রাত ৩টের সময়ে ক্যান্সারের সাথে লড়াই করে প্রয়াত হয়েছেন।'