নিজস্ব প্রতিবেদন : ​স্কাই ইস পিঙ্ক-এর পর এবার ফের 'দ্যা হোয়াইট টাইগার' নিয়ে হাজির প্রিয়াঙ্কা চোপড়া। রজকুমার রাও এবং আদর্শ গৌরবের সঙ্গে দ্যা হোয়াইট টাইগার নিয়ে হাজির প্রিয়াঙ্কা। বৃহস্পতিবার যখন দ্যা হোয়াইট টাইগারের ট্রেলার মুক্তি পায়, তা দেখার পরপরই দর্শকদরে মধ্যে উত্তেজনা চোখে পড়তে শুরু করে। আগামী ২২ জানুয়ারি বেছে বছে দেশের কয়েকটিমাত্র সিনেমা হলে মুক্তি পাবে দ্যা হোয়াইট টাইগার। সিনেমা হলে মুক্তির পাশাপাশি নেটফ্লিক্সেও দেখা যাবে এই সিনেমা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : 'নকল'-এর আড়ম্বর, বিয়ের পর জোরদার আক্রমণের মুখে নেহা কক্কর


দেখুন ট্রেলার...


 



ট্রেলারে মার্কিন মুলুকে বসবাসকারী এক ধনী দম্পতির ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং রাজকুমার রাও। আমেরিকা থেকে দেশে ফেরার পর ওই দম্পতির গাড়ি চালক হিসেবে নিযুক্ত হন আদর্শ গৌরব। রাজকুমার রাও এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে থাকতে গিয়ে, মালিক এবং মালকিনকে খুশি করতে গিয়ে বলরাম হালওয়াই অর্থাত আদর্শ গৌরব জীবনে কী রাস্তা বেছে নেন এবং তার পরিণতি কী হয়, তা দেখানো হবে হোয়াইট টাইগারে। যে সিনেমার চ্রেলার সামনে আসার পর থেকেই রোমহর্ষক বলে বর্ণনা করতে শুরু করেন অনেকে।


এখন দেখা যাক, ২২ জানুয়ারি হোয়াইট টাইগার মুক্তি পাওয়ার পর তার চিত্রনাট্য দর্শকদের কতটা মন কাড়তে পারে।