ওয়েব ডেস্ক: প্রিয়া মালিক। বিগ ব্রাদারে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। শুধু অংশগ্রহণই করেননি, ফাইনালিস্টও হয়েছিলেন। কিন্তু বিগ বসে অংশগ্রহণ করার পর তাঁর পরিচিতি এবং জনপ্রিয়তা অনেক বেড়ে গিয়েছে। বিগ বসের ঘরে তাঁরে ঘিরে বহু বিতর্ক আমরা দেখেছি। এবার তিনি ফের আলোচনার শীর্ষে। সম্প্রতি প্রিয়া মালিক তাঁর স্বামীর সঙ্গে তোলা চুম্বনের ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিছুদিন আগেই বিয়ে করেছেন বিগ বস প্রতিযোগী প্রিয়া মালিক। ইনস্টাগ্রামে চুম্বনের ভিডিও পোস্ট করার সময় তিনি লেখেন, 'ও ভেবেছে, আমি শুধুই সেলফি তুলছি।'


প্রিয়া মালিক পেশায় একজন শিক্ষিকা। বিগ বস ৯-তে তিনি ওয়াইল্ট কার্ড এন্ট্রি হয়ে আসেন।


 

A VIDEO POSTED BY PRIYA MALIK (@PRIYASOMETIMES) ON