যৌন হেনস্থার অভিযোগ `সঞ্জু`, `থ্রি ইডিয়টস`, `মুন্নাভাই` খ্যাত পরিচালকের বিরুদ্ধে
২০১৮ সালের মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে একাধিক বার তাঁকে যৌন হেনস্থার শিকার হতে হয়।
নিজস্ব প্রতিবেদন: #MeToo ঝড়ে বেসামাল বলিউড, এবার যৌন হেনস্থার অভিযোগ উঠল 'সঞ্জু', 'থ্রি ইডিয়টস', 'মুন্নাভাই এমবিবিএস' খ্যাত পরিচালক রাজকুমার হিরানির বিরুদ্ধে। পরিচালকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে মহিলা যিনি নিজে 'সঞ্জু' ছবিতে পরিচালকের সঙ্গে কাজ করেছেন। ওই মহিলার অভিযোগ, ২০১৮ সালের মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে একাধিক বার তাঁকে যৌন হেনস্থার শিকার হতে হয়।
জানা যাচ্ছে, অভিযোগকারিণী পুরো বিষয়টি জানিয়ে রাজকুমার হিরানির বন্ধু তথা প্রযোজক বিধু বিনোদ চোপড়া ও তাঁর স্ত্রী অনুপমা চোপড়া ইমেল করে পুরো বিষয়টি জানান। গত ৩ নভেম্বর ২০১৮ এই ইমেল পাঠানো হয়েছে বলে দাবি করেন অভিযোগকারিণী। খবরটি প্রথম প্রকাশিত হয় একটি আন্তর্জাতিক সংবাদ সমস্থায়। অভিযোগকারিণী ঘটনার বর্ণনা করে লেখেন, '' স্যার, এধরনের ঘটনা ঘটেছিল শুধমাত্র ক্ষমতায়নের জন্য। উনি একজন ক্ষমতাবান ব্যক্তি, আর আমি নেহাতই সহকারী মাত্র। আমি পুরো বিষয়টি কখনও আপনার কাছে মুখে ব্যক্ত করতে পারতাম না। '' অভিযোগকারিণী আরও লিখেছেন, ''ওই রাতে আমাপ মন ও শরীর পুরোটাই দূষিত হয়ে উঠেছিল। যার জের চলেছিল টানা ৬ মাস ধরে। ''
এদিকে এবিষয়ে রাজকুমার হিরানির আইনজীবী আনন্দ দেশাই জানিয়েছেন, ''পুরো অভিযোগটাই মিথ্যা, অপমানজনক, ফাঁসানোর জন্যই এমন অভিযোগ আনা হয়েছে। '' প্রসঙ্গত এই মুহূর্তে বি-টাউন #MeToo ঝড়ে কাবু। বলিউডের তাবড় তাবড় ব্যক্তিদের বিরুদ্ধে এধরনের অভিযোগ উঠেছে। আলোক নাথা, নানা পাটেকর, অনু মালিক, রজত কাপুর, সাজিদ খান, বিকাশ বেহল, কৈলাস খের, বিবেক অগ্নিহোত্রীর পর এই তালিকায় এবার নাম জুড়ল খ্যাতনামা পরিচালক রাজকুমার হিরানিরও।
এদিকে রাজকুমার হিরানির বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগের খবরে তাজ্জব নেটিজেনরা। অনেকেই বিষয়টি বিশ্বাস করতে পারছেন না। আবার অনেকেই এমন অভিযোগে হতবাক। দেখুন কে কী লিখেছেন...
তবে এবিষয়টি অভিযোগকারিণীর তরফে এখনও কোনও আইনি পদক্ষেপ করা হয়েছে কিনা তা এখনও জানা যায় নি।