ওয়েব ডেস্ক: বক্স অফিসে 'গ্র্যান্ড মস্তি'-র মহাসাফল্যে সবাই চমকে গিয়েছিল। 'গ্রেট গ্র্যান্ড মস্তি'-র ক্ষেত্রে হল ঠিক উল্টোটা।  বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল ইন্দ্র কুমারের 'মস্তি থ্রি'। সুপার ফ্লপের তকমা জুটতে চলেছে এই অ্যাডাল্ট কমেডি সিনেমার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


মস্তি টু মানে 'গ্র্যান্ড মস্তি' রিলিজের পর ঘটেছিল এক অবাক করা ঘটনা। কেউ ভাবেনি মাত্র দশ দিনের মধ্যেই একশো কোটি টাকার ব্যবসা করে ফেলবে 'গ্র্যান্ড মস্তি'। ভারতের সবচেয়ে বড় অ্যাডাল্ট কমেডি সিনেমা হওয়ার দারুণ সাফল্যের পর  ইন্দ্র কুমার ঘোষণা করেন এবার তৈরি হবে 'মস্তি থ্রি', নাম ঠিক হয় 'গ্রেট গ্র্যান্ড মস্তি'। ঊর্বশী রাউতেলার মত সুন্দরী নায়িকা, সস্তার অশ্লীল সংলাপ, দৃশ্যের পরও নৌকাডুবি হল 'গ্রেট গ্র্যান্ড মস্তি'-র। কারণ হিসেবে কেউ কেউ বলছেন, অ্যাডাল্ট কমেডি সিনেমার বাজারে এখন মন্দা। চলতি বছর এটা তৃতীয় বড় অ্যাডাল্ট কমেডি রিলিজ। এর আগে 'কেয়া কুল হ্যায় হাম' ও 'মস্তিজাদে' রিলিজের পর ফ্লপ হয়। কিন্তু ছবির প্রযোজকরা বলছেন আসল কারণটা অন্য।



 


আসলে রিলিজের সপ্তাহখানেক আগেই ফাঁস হয়ে যায়  'গ্রেট গ্র্যান্ড মস্তি'-র পুরো সিনেমাটাই। ইউ টিউবেও দেখা যাচ্ছিল এই সিনেমা। এতেই নাকি পুরো সিনেমাকে নিয়ে চলা ক্রেজ, হাইপ পুরো নষ্ট হয়ে যায়। এর সঙ্গে ছিল রিলিজ ডেট নিয়ে বিভ্রান্তি। সবাই জানতো আগামী শুক্রবার রিলিজ করবে এই সিনেমা। কিন্তু লিক বিতর্কের পর তড়িঘড়ি রিলিজ করে দেওয়া হয় গ্রেট গ্র্যান্ড মস্তি। তখন আবার বক্স অফিসে মধ্যগগণে সলমনের সুলতান। সব মিলিয়ে মস্তি থ্রি হতাশ করল ইন্দ্র কুমারকে।